দাপুটে জয়ে ঢাকা লিগ শুরু আবাহনীর
ঢাকা প্রিমিয়ার লিগের নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। উদ্বোধনী দিনে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ১৭১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দাপুটে জয় পেয়েছে তারা।
মিরপুরের হোম অব ক্রিকেটে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৮ রান করে আবাহনী। ওপেনার সাব্বির হোসেনের ব্যাটে দুর্দান্ত শুরু পায় তারা। ৭১ রানের ইনিংস খেলে আসাদুজ্জামান পায়েলের বলে ক্যাচ হয়ে ফেরেন সাব্বির। ৪২ রান আসে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে।
পারটেক্সের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান মোহর শেখ এবং আসাদুজ্জামান পায়েল।
জবাব দিতে নেমে আবাহনীর বোলিং তোপে ৯৭ রানেই গুটিয়ে যায় পারটেক্স। দুই স্পিনার তানভীর ইসলাম এবং রাকিবুল হাসান যথাক্রমে চার এবং দুটি উইকেট তুলে নেন। ১৬ রানে ২ উইকেট পান পেসার সাইফউদ্দিন।
ম্যাচসেরা হয়েছেন ২৬ রান দিয়ে ৪ উইকেট পাওয়া আবাহনীর তানভীর ইসলাম।