তামিমদের কাছে পাত্তা পেলেন না আকবররা

  • নিউজরুম এডিটর
  • ০৫:১৬ পিএম | ১১ মার্চ, ২০২৪

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে মুখোমুখি হয়েছিল তামিম ইকবালের প্রাইম ব্যাংক এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলির শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ম্যাচে আকবরদের ৭১ রানে হারিয়ে দারুণ ছন্দে টুর্নামেন্ট শুরু করেছেন তামিমরা।

নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ে পাঠায় শাইনপুকুর। প্রাইম ব্যাংকে ব্যাটাররা ইনিংস বড় করতে ব্যর্থ হলে ৪৭ ওভারে ১৯৬ রানে অলআউট হয় তারা। ১০ নম্বরে নামা নাজমুল অপুর ৪০ রানের ইনিংসে দুইশ ছুঁই ছুঁই সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। অধিনায়ক এবং ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৩ চারে ১৭ রানে।

শাইনপুকুরের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট পান মুকিদুল ইসলাম মুগ্ধ।

জবাব দিতে নেমে শুরু থেকেই ছন্নছাড়া ছিল শাইনপুকুরের ব্যাটিং। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই দুই উইকেট হারিয়ে বসে তারা। শেষ পর্যন্ত দলটির মাত্র চার ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেন। এর মধ্যে সর্বোচ্চ রান আসে শাইনপুকুরের ১০ নম্বর ব্যাটার আরাফাত সানির ব্যাটে। তার ২৮ রানের ইনিংস অবশ্য শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি।

৪১.৫ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায় শাইনপুকুর। তাদের বড় ব্যবধানে হারিয়ে জয়ের আনন্দে ভাসেন তামিমরা। প্রাইম ব্যাংকের পক্ষে মাত্র ১৫ রানে ৪ উইকেট পান জাতীয় দলের পেসার হাসান মাহমুদ। তবে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৪০ রানের সঙ্গে বোলিংয়ে ১ উইকেট পাওয়া নাজমুল অপুর হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।

খেলার দুনিয়া | ফলো করুন :