শিবলি ঝলকে জয় দিয়ে ডিপিএল শুরু শেখ জামালের
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চলতি মৌসুমের ম্যাচে আজ (সোমবার) সকালে গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমির মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। যেখানে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে শেখ জামাল।
এদিন টসে জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শেখ জামাল। গাজী টায়ার্সের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৮৯ রান এসেছে আশিকুর রহমান শিবলির ব্যাট থেকে। ৪৭.৫ ওভারে দলীয় ১৬৭ রানে সবকটি উইকেট হারায় গাজী টায়ার্স।
নির্ধারিত ৫০ ওভারে ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শেখ জামাল। প্রথম ওভারের শেষ বলে ওপেনার সৈকত আলি সাজঘরে ফেরত গেলেও আরেক ওপেনার সাইফ হাসান সাবলীল ব্যাটিং চালিয়ে যেতে থাকেন। ৩২তম ওভারেই অধিনায়ক নুরুল সাহান সোহানের ব্যাটে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় শেখ জামাল।
সংক্ষিপ্ত স্কোরঃ
গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমিঃ ১৬৭/১০ (৪৭.৫ ওভার); শিবলি ৮৯*, ইফতি ৩১; টিপু ৪-৩০, রিপন ২-২৯।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবঃ ১৬৮/৪ (৩১.৪ ওভার); সাইফ ৪৫, ইয়াসির ৪৪*; মারুফ ৩-৪৭, তৌফিক ১-৪৭।
ফলাফলঃ শেখ জামাল ৬ উইকেটে জয়ী।
প্লেয়ার অফ দ্য ম্যাচঃ আশিকুর রহমান শিবলি।