সাকিবকে নিয়ে মিডিয়ায় কথা বলতে চান না তামিম

সাকিবকে নিয়ে মিডিয়ায় কথা বলতে চান না তামিম

বিশ্বকাপ স্কোয়াড থেকে শেষ মূহুর্তে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন তামিম ইকবাল। টাইগাররা দেশ ছাড়ার পর দেন ভিডিও বার্তা। তারপরই প্রকাশিত হয় সাকিব আল হাসানের একটা সাক্ষাৎকার। যেখানে সাকিব কাঠগড়ায় তুলেছিলেন তামিমকে। দুইজনের সম্পর্কের বৈরিতার ব্যাপারটা আরও বেড়ে যায়। দেশের ক্রিকেটের ভক্তরাও কয়েকভাগে বিভক্ত হয়ে যান এসব কাণ্ডে।

সাকিব সেই সাক্ষাৎকারে তামিমের নাম উল্লেখ করে কয়েকটা কথা বললেও তামিম তার ভিডিও বার্তা বা পরবর্তীতে সাকিবকে নিয়ে কিছুই বলেননি। উল্টো বিপিএলের শিরোপা জয়ের পর পারফর্মার সাকিবের সুনাম করেছিলেন তামিম।

আরও একবার তামিমের সামনে সাকিবের ইস্যু। বিশ্বকাপের আগে সাকিব বলেছিলেন, তামিমের যুক্তি এমন যে ‘আমার ব্যাট, আমিই খেলবো।’ অর্থাৎ বাচ্চাসুলভ আচরণ বুঝিয়েছিলেন। সেই প্রসঙ্গে তামিমকে প্রশ্ন করা হয় বেসরকারি টেলিভিশনের এক সাক্ষাৎকারে।

যার উত্তরে তামিম ইকবাল বলেন, ‘প্রত্যেকটা মানুষের তার নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে। প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা এবং কথা বলার আলাদা ধরন রয়েছে। আমি সেই ব্যক্তি নই, যে কিনা নিজের সতীর্থদের নিয়ে মিডিয়াতে কথা বলবো।’

অর্থাৎ সাকিব তার সাক্ষাৎকারে তামিমের নাম উল্লেখ করলেও তামিম রাজি নন সাকিবের ইস্যুতে মন্তব্য করতে। সাবেক ক্যাপ্টেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কোনো সতীর্থকে নিয়ে মিডিয়াতে এভাবে মন্তব্য করার ব্যক্তি নন তিনি।

সম্পর্কিত খবর