শর্ত দিয়ে খেলবে, তামিমের এমন দাবিতে বিব্রত সুজন
বিপিএলে দারুণ পারফর্ম করে ফরচুন বরিশালকে শিরোপা জিতিয়েছেন তামিম ইকবাল। এরপর থেকেই ফের আলোচনায় তিনি। উঠেছে তাকে জাতীয় দলে ফেরানোর দাবি। বিষয়টি নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও জানিয়েছেন এ নিয়ে তামিমের সঙ্গে কথা বলবেন তিনি। অবশ্য তামিম বলছেন ভিন্ন কথা। তার দাবি অনেকটা এমন, চন্ডিকা হাথুরুসিংহে কোচ হিসেবে থাকলে জাতীয় দলে ফিরবেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন এমনটাই। আর তামিমের এমন শর্তে বেশ বিব্রত বিসিবির ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
সোমবার মিরপুরে ডিপিএলে আবাহনীর ম্যাচ শেষে তামিম প্রসঙ্গে প্রশ্ন তোলা হলে সুজন বলেন, ‘দেখুন, তামিমের অভিজ্ঞতা নিয়ে, পারফরম্যান্স নিয়ে কারও তো কোনো কথা নেই। মিডিয়ায় আমিও শুনি। তামিমের সঙ্গে আমার কথা হচ্ছে অনেক দিন ধরে। এবারের বিপিএলে তামিমের সঙ্গে আমার শুধু হাত মেলানো হয়েছে খেলা শেষে। ওইভাবে বসে কথা হয়নি। আমি বলতে পারব না ও কী চাচ্ছে, কী চাচ্ছে না। যেহেতু ও বিশেষভাবে প্রেসিডেন্ট স্যারের সঙ্গেই বসতে চাচ্ছে, এখানে আমার কথা না বলাই ভালো।’
বেসরকারি টেলিভিশনকে দেওয়া ওই সাক্ষাৎকারে হাথুরু থাকলে তামিম জাতীয় দলে ফিরবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার ফেরাটা একটু কঠিনই।’ এর আগে বিপিএলে শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে এসেও তামিম বলেছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অনেক কিছু ঠিক হতে হবে’—অর্থাৎ বুঝায় যাচ্ছে জাতীয় দলে ফিরতে বিসিবিকে শর্ত দিতে চান তামিম।
যা নিয়ে কিছুটা বিব্রত সুজন। বলেন, ‘ও কথা বলুক, কেন খেলতে চাচ্ছে না, কী হলে খেলবে, এটা ওর প্রেসিডেন্ট স্যারকে পরিষ্কার করাটাই ভালো। এটার মধ্যে আমাদের থার্ড পারসন না যাওয়াটাই ভালো। আমরা সবাই চাই, তামিম ফিরে আসুক। খেলতে চাইলে অবশ্যই খেলবে। কিন্তু শর্ত দিয়ে খেলবে, এই কথাটা শুনতে যেন কেমন শোনায়। আমি জাতীয় দলের হয়ে খেলব। দেশ, জাতীয় দল—এসব অনেক আগে, অনেক ঊর্ধ্বে। এখানে আসলে শর্ত থাকবে কী থাকবে না, এই কথাটা শুনতেই খারাপ দেখায়।’
সুজন আরও বলেন, ‘টিম, সিলেক্টররা আছেন, তাঁরা যদি মনে করেন তামিমকে আমাদের প্রয়োজন। তবে অবশ্যই তামিমকে আমাদের প্রয়োজন। দরকার হলে খেলবে। কিন্তু সেটা কোনো কিছুর বিনিময়ে বা কোন শর্তে, সেটা কতটা যৌক্তিক, আমি নিজেও বলতে পারব না।’