চেন্নাইয়ের পরবর্তী অধিনায়ক রোহিত!

চেন্নাইয়ের পরবর্তী অধিনায়ক রোহিত!

ধোনি এখনও অবসরে যাননি। তিনি গেলে কে হবেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক? এমন কৌতূহল তো আছেই। এবার সেটা আরও একটু বাড়িয়ে দিলেন মুম্বাই এবং চেন্নাইয়ের সাবেক ব্যাটার আম্বাতি রায়ডু। ধোনির বিকল্প দেখছেন যাকে নামটা শুনলে অবাকই হবেন।

‘রোহিত শর্মাকে আমি অদূর ভবিষ্যতে সিএসকেতে দেখতে চাই। সে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অনেক লম্বা সময় ধরে খেলছে। এটা দারুণ হবে যদি সে চেন্নাইতে খেলে এবং সেখানেও জেতে। এখানে ক্যাপ্টেন্সি করবে কিনা এটা তার ওপর নির্ভর করবে। সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রোহিত অর্জন করেছে। এটা তার সিদ্ধান্ত সে নেতৃত্ব দিতে চাইবে কি চাইবে না।’

গত এক যুগ ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি করেছেন রোহিত। এনে দিয়েছেন ৫ টা আইপিএলে শিরোপা। তবুও এবার তাকে অধিনায়ক হিসেবে খেলাচ্ছে না দলটা। ২০২৪ এর আইপিএলে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। মুম্বাই ম্যানেজমেন্টকে সাবেক মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেটার রায়ডু মনে করিয়ে দিলেন ক্যাপ্টেন রোহিত এখনও কতটা স্পেশাল ক্যাপ্টেন হিসেবে।

‘রোহিত শর্মা চাইলেই আরও ৫-৬ বছর আইপিএল খেলতে পারে৷ সে যদি অধিনায়কত্ব করতে চায়, তার জন্য দুনিয়ার সব দলেই সে সুযোগ আছে। সে যেখানে খুশি সেখানেই অধিনায়কত্ব করতে পারবে। আমি চাই সে ২০২৫ সালে চেন্নাইতে খেলুক। যদি ধোনি অবসরে যায়, সে দায়িত্ব নিবে।’

এবার দেখার পালা মুম্বাইয়ের সবচাইতে নিকটতম রাইভাল চেন্নাইয়ে যান কিনা মুম্বাইয়ের ছেলে রোহিত।

সম্পর্কিত খবর