ডিপিএলে মাঠে নামল মাহমুদউল্লাহ-মিরাজের দল
ঢাকা প্রিমিয়ার লিগের আসর শুরু হয়েছে গতকাল। যেখানে নিজ নিজ ম্যাচে জয়ের দেক্ষা পেয়েছে সাকিব আল হাসানের দল শেখ জামাল এবং তামিম ইকবালের দল প্রাইম ব্যাংক। আজ ডিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় দলের আরও দুই তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজের দল আবাহনী।
আজ সকাল ৯ টায় সিটি ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছে মোহামেডান। যেখানে শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিটি ক্লাব।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দলে আছেন মাহমুদউল্লাহ ও মিরাজ। ফলে ডিপিএলের প্রথম দিকে মোহামেডান পাচ্ছে না গুরুত্বপূর্ণ এই দুই ক্রিকেটারকে। তবে ব্যস্ততার মাঝেও ক্লাবের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দুই টাইগার ক্রিকেটার। গতকাল চট্টগ্রাম থেকে ভিডিওবার্তার মাধ্যমে শুভকামনা জানিয়েছেন মাহমুদউল্লাহ।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে মোহামেডানে যোগ দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর মিরাজকে দল পাবে টেস্ট সিরিজ শেষে। আপাতত মোহামেডানের অধিনায়ক হিসেবে আছেন ইমরুল কায়েস।