‘হার্দিকের অভাব টের পাবে না গুজরাট’

‘হার্দিকের অভাব টের পাবে না গুজরাট’

আইপিএলে এবার মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। গুজরাট টাইটান্স ছেড়ে হার্দিক তার পুরোনো দল মুম্বাইয়ের হয়েই আসন্ন আইপিএলে মাঠে নামবেন। এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার ব্র্যাড হগ জানিয়েছেন, গুজরাটের দলে হার্দিকের অনুপস্থিতি টুর্নামেন্টে দলের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না।

গুজরাট টাইটান্সের নতুন অধিনায়ক করা হয়েছে ভারতীয় ওপেনার শুবমান গিলকে। আগামী ২৪শে মার্চ আইপিএল ২০২৪-এ নিজেদের উদ্বোধনী ম্যাচে নিজের সাবেক দল গুজরাটের বিপক্ষে মাঠে নামবেন হার্দিক ও তার দল মুম্বাই।

সম্প্রতি ইউটিউবে এক ভিডিওতে ব্র্যাড হগ বলেছেন, ‘আমি মনে করি না হার্দিক চলে যাওয়াতে সত্যিই গুজরাটের বড় ক্ষতি হয়েছে। হ্যাঁ তিনি মিডল অর্ডারে একজন মানসম্পন্ন অলরাউন্ডার, কিন্তু তারা (গুজরাটের ক্রিকেটাররা) সেটি কাভার করতে পারে। মুম্বাই ভালো বোলিং অ্যাটাক পেয়েছে। তবে তাকে ছাড়া গুজরাট টাইটান্সও ভালো করবে।‘

রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব হস্তান্তর করা হবে হার্দিকের কাছে, এমন ঘোষণায় বেশ চটেছিলেন দর্শক, মুম্বাই ও রোহিতের সমর্থক এবন বিশ্লেষকেরাও। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে হগ ব্যাখ্যা করেছেন যে পান্ডিয়ার খেলার স্টাইল গুজরাটের থেকেও মুম্বাইয়ের জন্য সবচেয়ে উপযুক্ত, ‘লোয়ার মিডল অর্ডারে একজন ভারতীয় অলরাউন্ডার ব্যাটিং করা মুম্বাইয়ের জন্য ভালো। আমি মনে করি সেখানেই হার্দিক ব্যাট করবে এবং আমরা মুম্বাই ইন্ডিয়ান্স দলে হার্দিকের সেরা রূপটাই ফিরে দেখতে পাব।‘

সম্পর্কিত খবর