বিসিবিতে আরও এক নতুন কোচ

বিসিবিতে আরও এক নতুন কোচ

ওয়ানডে বিশ্বকাপের পরপরই বেশ কিছু কোচিং পদ খালি হয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। তার একটি ছিল স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচের পদ। সে সময় থেকে এখন পর্যন্ত পদটা অস্থায়ী ব্যক্তিদের দিয়েই পূরণ করে আসছিল বোর্ড। এবার স্থায়ী একজনকে দিয়ে সে শূন্যস্থানটা পূরণ করা গেল। অস্ট্রেলিয়ান নাথান কিয়েলিকে দুই বছরের চুক্তিতে এই পদে নিয়োগ দিয়েছে বিসিবি। 

তিনি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যোগ দিচ্ছেন মূলত কোচ চন্ডিকা হাথুরুসিংহের সূত্র ধরে। নিউ সাউথ ওয়েলসে তিনি ৩ বছর ৪ মাস ফিজিকাল পারফর্ম্যান্স কোচের দায়িত্বে ছিলেন তিনি। মূলত তখনই কোচ হাথুরুসিংহের সঙ্গে পরিচয় তার। 

বাংলাদেশের দায়িত্ব তিনি নিলেও কাজ শুরু করবেন আগামী মাসের মাঝামাঝি থেকে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার রাগবি ক্লাব ব্রিসবেন ব্রনকোসের এনআরএল অ্যাথলেটিক পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করছেন।

নারী বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন তিনি। অস্ট্রেলিয়ান স্ট্রেংথ ও কন্ডিশনিং অ্যাসোসিয়েশন (এসসিএ) থেকে লেভেল-২ সার্টিফিকেট আছে তার।

 

সম্পর্কিত খবর