রমজানের শুরুতে গাজাকে স্মরণ বাবরের
বছর ঘুরে আরও একটি রমজান মাস চলে এসেছে। তবে এ বছরের রমজান যখন দুয়ারে এসেছে, ফিলিস্তিনের গাজার মুসলমানদের সময়টা ভালো কাটছে না মোটেও। ইসরায়েলের একের পর এক হামলায় বিপর্যস্ত জীবনযাত্রা তাদের। রমজানের শুরুতে গাজাবাসী মুসলিমদেরকে স্মরণে আনলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বাবর এক পোস্টে জানান, ‘সবাইকে জানাই রমজান মোবারক। এই পবিত্র মাসে আমরা যেন প্রিয়জনদের আরও কাছে রাখি, সহায়তার হাত বাড়িয়ে দেই, গাজা ও বিশ্বের অন্য সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের ভাই-বোনদের আমাদের দোয়ায় রাখি। একতাবদ্ধ হয়ে সবাই মিলে একসাথে শান্তির দেখা পাই।'
তার বহু দিনের ওপেনিং সঙ্গী রিজওয়ানও তার বার্তায় ঐক্যের প্রতি জোর দিয়েছেন। সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান তার টুইটে বলেছেন, ‘হাসো, কারণ সবচেয়ে সুন্দর মাস রমজান আসছে। আল্লাহর রহমত আসছে।‘
তার ভাই ইউসুফ পাঠান কামনা করেছেন বৈশ্বিক শান্তির জন্য। তিনি বলেন, ‘রোজার শুরুতে সবাইকে জানাই শুভেচ্ছা। এই পবিত্র মাস আমাদের জন্য ও বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি নিয়ে আসুক।’