উইলিয়ামসন-নিশাঙ্কাকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা জয়সওয়াল
সময়টা যেন নিজের করে নিয়েছেন যশস্বী জয়সওয়াল। সবশেষ আইপিএল থেকেই তার ব্যাটে রানের ফোয়ারা। যা এখনও চলমান রয়েছে। এই তো কদিন আগেই শেষ হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেও ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন। পরপর দুই টেস্টে করেছেন ডাবল সেঞ্চুরি। যার মধ্যে একটি আবার দ্বিতীয় ইনিংসে।
ফেব্রুয়ারি মাসে এমন পারফরম্যান্সের পর অবধারিতভাবেই আইসিসির মাসসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন জয়সওয়াল। মাসসেরা হতে এই ভারতীয় ক্রিকেটার পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কাকে। অন্যদিকে নারী ক্রিকেটে এই পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড।
গত ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হতে জয়সওয়াল মোট রান করেছেন ৫৬০। যেখানে তার গড় ১১২। সেই সঙ্গে তার ছক্কার সংখ্যা ২০টি।
মাসসেরা হওয়ার পথে গত ফেব্রুয়ারিতে বেশ কিছু রেকর্ডও নিজের করে নিয়েছেন জয়সওয়াল। রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরির পথে এক ইনিংসে সর্বাধিক ১২টি ছক্কার রেকর্ডে ভাগ বসিয়েছেন। এছাড়াও স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান ও বিনোদ কাম্বলির পর সবচেয়ে কম বয়সে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। এ সময় তার বয়স ছিল ২২ বছর ৪৯দিন। এছাড়াও ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়েছেন তিনি। সময় লাগিয়েছেন ১৬ ইনিংস।
মাসসেরার পুরস্কার জিতে জয়সওয়াল বলেন, ‘আইসিসি পুরস্কার অর্জন করতে পেরে আমি সত্যিই খুব খুশি। আমি আশা করি ভবিষ্যতে আরও বেশি এই পুরস্কার জিততে পারব। এটি সেরাদের একটি এবং এটি আমার প্রথম পাঁচ ম্যাচের সিরিজ। আমি সত্যিই এটি উপভোগ করেছি, আমি যেভাবে খেলেছি এবং যেভাবে হয়েছে এবং আমরা ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছি। এটি আমার সমস্ত সঙ্গীদের সাথে একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা ছিল এবং আমি সত্যিই এটি উপভোগ করেছি।’