‘এক ম্যাচ হারলেই আমরা খারাপ দল’

‘এক ম্যাচ হারলেই আমরা খারাপ দল’

সিলেট থেকে টি-টোয়েন্টি সিরিজটা খুইয়ে বাংলাদেশ এবার গিয়েছে চট্টগ্রাম। সেখানে বাজবে ওয়ানডের দামামা। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে দর্শকের আগ্রহে যেন ভাটা পড়েছে একটু। 

তার পেছনে সদ্য শুরু হওয়া রমজানেরও হাত আছে। চট্টগ্রামে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে দর্শক খরা হওয়ার সম্ভাবনা বেশ। সে বিষয়ে আজ প্রশ্নের মুখে পড়তে হলো অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। সে প্রশ্নের ঝাঁজাল একটা জবাবই দিলেন বাংলাদেশ অধিনায়ক।

বললেন, ‘এক ম্যাচ ভালো খেললে আমাদের সব কিছু ঠিক হয়ে যায়। আবার এক ম্যাচ হারলে আমরা অনেক খারাপ দল হয়ে যাই। এটা অতীতে হয়ে আসছে। রমজান শুরু হয়েছে, এটার কারণেও হতে পারে। এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না।’

ক্রিকেটারদের যেমন দর্শকদের বাহবা পেয়ে অভ্যাস থাকতে হয়, তেমনি সমানভাবে রাখতে হয় দুয়ো শোনার প্রস্তুতিও। মুদ্রার দুটো পিঠ বাংলাদেশের এখনকার দলে শান্তর চেয়ে বেশি হজম করেছে কে?

অধিনায়ক শান্ত বললেন, দর্শকদের তুষ্ট রাখার শতভাগ চেষ্টাই করবে তার দল। বললেন,  ‘আমাদের সমর্থকরা সবসময় মাঠে আসেন, খেলা দেখেন, দলকে সমর্থন করেন। মাঝেমধ্যে আবেগে যেসব কথাবার্তা বলেন এগুলো আমাদের কারণেই বলেন কারণ তারা আশা করেন আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারি। তাই আমরাও আমাদের দিক থেকে শতভাগ চেষ্টা করি তাদের কীভাবে ভালো ফিডব্যাক দিতে পারি।’

সম্পর্কিত খবর