সাদমান-তুষারের ব্যাটে সহজ জয় লিজেন্ডস অব রূপগঞ্জের

সাদমান-তুষারের ব্যাটে সহজ জয় লিজেন্ডস অব রূপগঞ্জের

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন মৌসুমের শুরুটা জয় দিয়ে করল লিজেন্ডস অব রূপগঞ্জ। সাদমান ইসলাম এবং তৌফিক খান তুষারের জোড়া ফিফটিতে ব্রাদার্স ইউনিয়নকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে মুমিনুল হকের দল।

মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে আগে ব্যাটিং করে ব্রাদার্স ইউনিয়ন। তবে দলটির পক্ষে তিনে নামা মাহমুদুল হাসান (৪২) এবং অধিনায়ক মনির হোসেন (৩৭) বাদে অন্য কারো ব্যাট হাসেনি। যার ফলে ৪৭.২ ওভারে ২০২ রান করতেই অলআউট হয় তারা।

রূপগঞ্জের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান আল আমিন হোসেন এবং শহিদুল ইসলাম। দুটি উইকেট পান চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

জবাব দিতে নেমে ৩৬ ওভারেই ২০৩ রান তাড়া করে রূপগঞ্জ। দুই ওপেনার তুষার এবং সাদমান মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৯৪ রান। রাহাতুল ফেরদৌসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৯ চার এবং ৪ ছক্কায় ৬৬ রান করেন তুষার।

একই বোলারের বলে সালাউদ্দিন শাকিলের ক্যাচ হওয়া ওপেনার সাদমানের ব্যাটে আসে ৭ চারে ৬৭ রান। দুই ওপেনারের দেয়া ভিত কাজে লাগিয়ে ১৪ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। ম্যাচসেরা হয়েছেন ৪৩ রানে ৩ উইকেট নেয়া রূপগঞ্জের পেসার আল আমিন হোসেন।

সম্পর্কিত খবর