২৩ ঘণ্টা আগে স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার

২৩ ঘণ্টা আগে স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার

‘সত্যি বলতে, আমার কোনো ধারণাই নেই। প্রেস রিলিজ তো আর আমার দেখার বিষয় নয়! এ প্রশ্নের জবাবটা দিতে পারছি না’ – সিরিজ পূর্ব সংবাদ সম্মেলন যখন চলছে, শ্রীলঙ্কা কোচ ক্রিস সিলভারউড তখনও জানেন না দলে আছেন কারা, দলই যে ঘোষণা হয়নি! সে বিষয়ে প্রশ্নও পেলেন একটা। তার জবাবে বললেন এ কথা। 

তবে তার কিছুক্ষণ পরই অপেক্ষা শেষ হয়েছে। দল ঘোষণা হয়েছে শ্রীলঙ্কার। সিরিজ শুরুর ২৩ ঘন্টা আগে বাংলাদেশ জেনেছে কারা কারা আছে প্রতিপক্ষ শিবিরে। কুশল মেন্ডিসকে অধিনায়ক করে শ্রীলঙ্কা তাদের একাদশ ঘোষণা করেছে। 

এই সিরিজ দিয়ে স্কোয়াডে ফিরছেন পাথুম নিশাঙ্কা। আফগানিস্তান সিরিজে তিনি প্রথম শ্রীলঙ্কান ব্যাটার হিসেবে করেছিলেন ডাবল সেঞ্চুরি। এরপর টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারেননি চোটের কারণে। সে চোট কাটিয়ে তিনি ফিরছেন স্কোয়াডে।

টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। শেষ ম্যাচে বাংলাদেশের ত্রাস হয়ে দাঁড়ানো নুয়ান তুষারা ফিরে গেছেন। তার সঙ্গে লঙ্কায় ফিরে গেছেন চোট পাওয়া মাথিসা পাথিরানা ও দাসুন শানাকা।

শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড :
কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, মহেশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে, আকিলা ধনাঞ্জয়া, চামিকা করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান, পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, লাহিরু কুমারা, জানিথ লিয়ানাগে, সাহান আরাচিগে।

সম্পর্কিত খবর