মাহমুদউল্লাহ-মিরাজকে ছাড়াই জিতল মোহামেডান

মাহমুদউল্লাহ-মিরাজকে ছাড়াই জিতল মোহামেডান

দলের দুই বড় তারকা মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ নেই। জাতীয় দলের সঙ্গে ব্যস্ত সময় কাটছে তার। তবে এই দুই তারকাকে ছাড়াই সহজ জয়ে ডিপিএল শুরু মোহামেডানের। সিটি ক্লাবকে ৪৩ রানে হারিয়ে হাসিমুখ ইমরুল কায়েসদের।

টসে হেরে আগে ব্যাট করতে হয় মোহামেডানকে। ব্যাট হাতে ৮ রানের বেশি করতে পারেননি অধিনায়ক ইমরুল। তবে অন্য ওপেনার রনি তালুকদার এবং মাহিদুল ইসলাম অঙ্কন দ্বিতীয় উইকেটে ১৩৭ রানের জুটি গড়ে মোহামেডানকে লড়াকু সংগ্রহের পথে এগিয়ে দেন।

রনি তালুকদার সমান চারটি করে চার-ছক্কায় খেলেন ৭১ রানের ইনিংস। ৬৭ রান আসে অঙ্কনের ব্যাটে। মিডল অর্ডারে রুবেল ৩৩ রানের ইনিংসে ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৪০ পর্যন্ত পৌঁছায় মোহামেডান।

সিটি ক্লাবের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন পেসার মেহেদী হাসান।

জবাব দিতে নেমে রাফসান আল মাহমুদের ফিফটির পরও ১৯৭ রানে অলআউট হয়ে যায় সিটি ক্লাব। ৪৩ রানে ৪ উইকেট পাওয়া মোহামেডান পেসার মুশফিক হাসান হয়েছেন ম্যাচসেরা।

সম্পর্কিত খবর