আল আমিন জুনিয়রের ফিফটিতে গাজীর জয়

আল আমিন জুনিয়রের ফিফটিতে গাজীর জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন মৌসুমের শুরুটা বিজয়ধ্বজ উড়িয়েই করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। রূপগঞ্জ টাইগার্সকে ৩ উইকেট হারিয়েছে তারা। রূপগঞ্জের দেয়া ২৫৯ রানের টার্গেট ৭ বল হাতে রেখেই ছুঁয়েছে দলটি।

বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে জিতে আগে রূপগঞ্জ টাইগার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় গাজী গ্রুপ। ওপেনার আব্দুল্লাহ আল মামুনের ৬১ রানের সঙ্গে পরের ব্যাটারদের ছোট ছোট ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৮ রান করে তারা।

গাজী গ্রুপের হয়ে দুটি করে উইকেট পান মঈন খান এবং আনিসুল ইসলাম।

২৫৯ তাড়া করতে নেমে আল আমিন জুনিয়রের (৫৬) ফিফটি এবং মঈন ৩২ বলে হার না মানা ৪৩ রানের ইনিংসে চড়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গাজী। রূপগঞ্জের স্পিনার নাবিল সামাদ ৪৬ রানে ৩ উইকেট তুলে নিলেও তা শেষ পর্যন্ত কাজে দেয়নি।

বল হাতে দুই উইকেট এবং ব্যাটিংয়ে ৪৩ রানে ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মঈন খান।

সম্পর্কিত খবর