বিরাট কোহলিকে বাদ দিচ্ছে ভারত!
কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা করছে তারা বিরাট কোহলিকে বাদ রেখেই! এই চমকপ্রদ তথ্য জানিয়েছে ভারতীয় মিডিয়া। ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা এই টুর্নামেন্টের জন্য সেভাবেই দল গড়ার পরিকল্পনা সাজাচ্ছেন।
চলতি বছর ২ থেকে ২৯ জুন আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। এই বিশ্বকাপের জন্য আইসিসির কাছে দল পাঠাতে হবে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে। সেই বিশ্বকাপ ভারতীয় দলে বিরাট কোহলিকে তাহলে দেখা যাচ্ছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ভারতের ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকা জানিয়েছে, জুনের বিশ্বকাপের জন্য ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম আগেই চূড়ান্ত করা হয়েছে। সেই ঘোষণাও জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ। তবে রোহিতের সেই দলে বিরাট কোহলি খেলোয়াড় হিসেবে থাকবেন কিনা, তা এখনো অনিশ্চিত।
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ভারত এখন পর্যন্ত আইসিসির ইভেন্টের আর কোনো টুর্নামেন্ট জিততে পারেনি। লম্বা সময় ধরে বৈশ্বিক আসরের বড় কোনো ট্রফি জিততে ব্যর্থ ভারতীয় দল। এই টুর্নামেন্টগুলোতে বিরাট কোহলি খেলেছিলেন। অধিনায়কও ছিলেন। কিন্তু দল হিসেবে ভারত সাফল্য পায়নি। অধিনায়কত্ব আগেই হারিয়েছেন বিরাট কোহলি। এখন দল থেকেও বাদ পড়ার সময় তাহলে তার চলে এলো।
টেলিগ্রাফের রিপোর্টে বলা হয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাটে বিরাট কোহলির পারফরমেন্স এখন সেরা মানের নয়। তাই তারা জাতীয় দলে তার জায়গায় বিকল্প চিন্তাও করছেন। তবে ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে বিরাট কোহলি ‘বিরাটকিছু’ করে ফেললে নির্বাচকরা হয়তো তাদের সিদ্ধান্ত বদলে ফেলতেও পারেন!
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে পাঁচ টেস্ট সিরিজ খেলেননি বিরাট কোহলি। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। এরই মধ্যে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক।