পাপনের পর মন্ত্রিত্ব পেলেন পিসিবি প্রধান নাকভী

পাপনের পর মন্ত্রিত্ব পেলেন পিসিবি প্রধান নাকভী

গত সপ্তাহেই ক্রিকেটারদের উদ্দেশে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান মহসিন নাকভী বলেছিলেন, ‘ক্রিকেটে রাজনীতির প্রবেশ দেখতে চান না তিনি। আমরা সকল সম্ভাব্য উপায়ে আমাদের জাতিকে সমর্থন ও সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’- এই কথার এক সপ্তাহ না যেতেই দেশটির মন্ত্রী পরিষদে যোগ দিয়েছেন তিনি। পাকিস্তান সরকারের ফেডারেল স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত করা হয়েছে মহসিন নাকভীকে।

কিছুদিন আগেই নতুন সরকার গঠন হয়েছে বাংলাদেশ। সেই সরকারের মন্ত্রীপরিষদের ক্রীড়া মন্ত্রী হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। এবার তারই পথে হেঁটেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। তবে পাপন বিসিবির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও নাকভির সেই ভাবনা নেই। দুটো দায়িত্বই একসঙ্গে সামলানোর কথা তার।

অবশ্য এর আগেও একইসঙ্গে রাজনীতি ও ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেছেন নাকভী। পাকিস্তানের বৃহত্তম প্রদেশ পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

দ্বৈত ভূমিকায় থাকা নিয়ে অবশ্য পিসিবির নির্বাচন কমিশনার খাওয়ার শাহ কোনো সমস্যা দেখেন না। কদিন আগেই তিনি বলেছিলেন, বোর্ডের নিয়মগুলি একজন চেয়ারম্যানকে লাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে নিষেধ করে। নাকভিও তা করেননি। এদিকে নাকভী বলেছেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার ভূমিকা থেকে কোনো বেতন নেবেন না। আর এমনটি হলে পিসিবির প্রধান হিসেবে তার থাকায় কোনো বাধা নেই।

সম্পর্কিত খবর