ফিফটিতে আকরামকে চুপ করালেন আফ্রিদি

ফিফটিতে আকরামকে চুপ করালেন আফ্রিদি

সিকান্দার রাজা ও ডেভিড উইজির মতো পরীক্ষিত ফিনিশার দলে থাকার পরও তাদের টপকে ব্যাটিংয়ে আসেন শাহীন আফ্রিদি। এরপর অবশ্য ফিরতে হয়েছে ৩ বলে ১ রান করে। এরপর হারতে হয়েছে ম্যাচটাও। করাচি কিংসের বিপক্ষে লাহুর কালান্দার্স অধিনায়কের এমন কাণ্ডের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম।

অবশ্য পরের ম্যাচে সেই একই জায়গায় ব্যাট করতে নেমে ২৮ বলে ফিফটি হাঁকিয়েছেন আফ্রিদি। এরপর মুখে আঙুল দিয়ে চুপ করার ভঙ্গি করিয়েছেন। আর সেই সেলিব্রেশন যে আকরামকে কেন্দ্র করেই তা এক রকম পরিষ্কারই বলা চলে। তবে এমন ইনিংস খেললেও আকরামের মন জয় করতে পারেননি আফ্রিদি। ঠিকই খোঁচা দিয়েছেন আফ্রিদিকে।

আগের ম্যাচে ৩ বলে ১ রান করার পর আফ্রিদির সমালোচনা করে আকরাম বলেন, ‘শাহিনকে বলা দরকার সে এখনো অলরাউন্ডার হয়ে ওঠেনি। দলে বিশ্বমানের পাওয়ার হিটার আছে, যাদের কাজ শেষ ৩ ওভারে নেমে রান বাড়িয়ে নেওয়া। রাজা নেমে ১৬ বলে করল ২২ রান, ভিসা ৯ বলে ২৪। ওদের কারণে রান ১৭৭ পর্যন্ত গেল। অধিনায়ক হলেই যে আগে ব্যাট করতে হবে এমনটা বাধ্যতামূলক নয়। ডাগআউটে তোমার চেয়ে ভালো হিটার আছে কি না দেখ। শাহিন যদি আগেভাগে না নেমে যেত, লাহোরের রান ১৯০ হতো।’

পরের ম্যাচেই ব্যাট হাতে জবাব দিয়েছেন শাহীন। তার দল হারলেও ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। খেলেছেন ৩৪ বলে ৫৫ রানের ইনিংস। অবশ্য সেটিও মন ভরাতে পারেনি আকরামের। বলেন, ‘হ্যা, শাহীন রান পেয়েছে। তবে ভুলে গেলে চলবে না, তাদের দলের দুই হিটার সিকান্দার রাজা মাত্র পাঁচ বল পেয়েছে এবং ডেভিড উইজ সুযোগ পাননি।’

সম্পর্কিত খবর