আইপিএলে খেলতে বাধা নেই পান্তের
বিসিসিআই কর্তা জয় শাহ আগেই ইঙ্গিত দিয়েছিলেন, রিশাভ পান্ত এখন ফিট। আইপিএলে ঠিকঠাক কিপিং করতে পারলেই খুলবে জাতীয় দলের দরজা। এবার বিসিসিআই তাকে আনুষ্ঠানিকভাবে ফিটনেস সার্টিফিকেট দিয়েছে। তাই আইপিএলে খেলতে এখন আর কোনো বাধা নেই পান্তের।
জয় শাহ সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ‘২০২২ সালের ৩০ ডিসেম্বর উত্তরাখন্ডের রুর্কিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর ১৪ মাসের পুনর্বাসন শেষে ভারতের উইকেটকিপার-ব্যাটার রিশাভ পান্তকে ২০২৪ সালের আইপিএলে খেলার জন্য ফিট ঘোষণা করা হচ্ছে।’
২০২২ সালের ডিসেম্বরে দিল্লি-দেরাদুন মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন পান্ত। দুর্ঘটনায় তার গাড়ি দুমড়েমুচড়ে। অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান পান্ত। সে দুর্ঘটনার পর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে আবার মাঠে ফিরছেন আইপিএলে দিল্লি ক্যাপিটালস।
পান্ত আইপিএলে খেলার ফিটনেস ছাড়পত্র পেলেও এই টুর্নামেন্টে দেখা যাবে না ভারতের দুই পেসার প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ শামিকে। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন এই দুই পেসার।