আজাদকে উড়িয়ে দিল আবাহনী, জয়ে ফিরল ঊষা,
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে বড় জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড। মঙ্গলবার, (১২ মার্চ) আজাদ স্পোর্টিং ক্লাবকে ১০-১ গোলে বিধ্বস্ত করে আকাশী-নীলরা। এ নিয়ে লিগে টানা তৃতীয় জয়ের দেখা পেল দলটি। দিনের আরেক ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ঊষা ক্রীড়া চক্র।
দিলকুশার বিপক্ষে ১০-১ গোলের জয় দিয়ে শুরু করা দলটি পরের ম্যাচে ঊষা ক্রীড়া চক্রের বিরুদ্ধে ২-১ গোলের জেতে। আজ আজাদকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল আবাহনী। জয়ী দলের হয়ে পুষ্কর খীসা মিমো, রাকিবুল হাসান রকি ও রোমান সরকার সমান ২টি করে গোল করেন। নাঈম উদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ, আশরাফুল ইসলাম ও ফরহাদ আহমেদ শিতুল একটি করে গোল করেন। আজাদের হয়ে এক গোল শোধ দেন মোহাব্বত।
আজ খেলার দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে শুরুর অগ্রগামিতা আবাহনী ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুলের (১-০)। অষ্টম মিনিটে রাকিবের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয় (২-০)। প্রথম কোয়ার্টারের ১৪ মিনিটে দলকে তৃতীয় গোল উপহার দেন মিমো (৩-০)।
দ্বিতীয় কোয়ার্টারেও আজাদের জালে ৩ গোল পুরেন আকাশী-নীল খেলোয়াড়রা। ১৯ মিনিটে নাঈম উদ্দিনের ফিল্ড গোলে ব্যবধান ৪-০ তে দাঁড়ায়। ২০ মিনিটে নিজের জোড়া গোলের পাশাপাশি দলকে পঞ্চম গোল উপহার দেন মিমো (৫-০)। ২১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলের ব্যবধান আরো বাড়িয়ে নেন ডিফেন্ডার আশরাফুল (৬-০)।
তৃতীয় কোয়ার্টারের ৩৩ মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৭-০ তে। ৩৮ মিনিটে আবাহনীকে অষ্টম গোল উপহার দেন রোমান সরকার (৮-০)। ৪২ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহ আবাহনীকে নবম গোল এনে দেন (৯-০)।
খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারে অবশেষে গোলের দেখা পায় আজাদ। ৫১ মিনিটে আজাদের হয়ে ম্যাচের একমাত্র ফিল্ড গোলটি করেন মোহাব্বত (৯-০)। আর ৫৮ মিনিটে আবাহনীর হয়ে ম্যাচের শেষ গোলটি করেন রোমান সরকার (১০-১)।
এদিকে দিনে অপর ম্যাচে, অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিল মোহাম্মদ আশিকুজ্জামানের শিষ্যরা। আগের ম্যাচে আবাহনী লিমিটেডের কাছে ২-১ গোলের ব্যবধানে হারা দলটি আজ অ্যাজাক্সকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে। ঊষার ভারতীয় রিক্রট ইশরাত ইকতিদার জোড়া গোল করেন। এছাড়া অভিজ্ঞ ফরোয়ার্ড হাসান যুবায়ের নিলয় ও আরেক ভারতীয় নিখিল নন্দলাল পরদেশি একটি করে গোল করেন। অ্যাজাক্সের হয়ে ভারতের রোহিত সিং জোড়া গোল করেও দলের পরাজয় ঠেকাতে পারেননি।
আজ মঙ্গলবার (১২ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে অ্যাজাক্সের মুখোমুখি হয় ঊষা। খেলার ১৪ মিনিটে ইশরাত ইকতিদারের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে শুরুতে এগিয়ে যায় ঊষা (১-০)। ১৭ মিনিটে অ্যাজাক্সকে সমতায় ফেরান রোহিত সিং। তিনিও পেনাল্টি কর্নার থেকে গোল করেন (১-১)। ২৯ মিনিটে আবারো এগিয়ে যায় ঊষা। এবারো গোলদাতা সেই ইশরাত ইকতিদার।
পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ২-১ এ বাড়িয়ে নেন ইশরাত। ৩০ সেকেন্ড ব্যবধানে আবারো গোলের আনন্দ ঊষার টেন্টে। দারুণ এক ফিল্ড গোল করে ঊষাকে আরো এগিয়ে নেন নিলয় (৩-১)। মিনিট দুই পর রোহিতের গোলে ব্যবধান ৩-২ এ নামিয়ে আনে অ্যাজাক্স। ম্যাচের সবশেষ গোলটি আসে ৫৭ মিনিটে। ঊষার নন্দলাল পরদেশি পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ৪-২ ব্যবধানের জয় এনে দেন।