হকি দলকে মামুলি পুরস্কার ফেডারেশনের

হকি দলকে মামুলি পুরস্কার ফেডারেশনের

বাংলাদেশ হকিতে নতুন এক মাইলফলক রচিত হয়েছে দিন কয়েক আগেই। প্রথমবারের মতো যুব বিশ্বকাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। মঙ্গলবার ওমানের রাজধানী মাসকটে জুনিয়র এশিয়া কাপে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে বাংলাদেশ এই মর্যাদা অর্জন করে লাল-সবুজের প্রতিনিধিরা। এই অর্জনের পর এবার প্রশংসায় ভাসছে গোটা দল।

আজ বৃহস্পতিবার দেশকে গর্বিত করা সেই যুব দল ওমান থেকে দেশে ফিরল। অনূর্ধ্ব-২১ হকি দল কোনো ট্রফি না নিয়ে ফিরলেও যে সুখবর সঙ্গে করে এসেছে তাতে বাংলাদেশ হকি একধাপ এগিয়ে গেল। তাইতো যুব বিশ্বকাপ নিশ্চিত করা দরকে ঘিরে বিমানবন্দরে ছিল উৎসবমুখর এক পরিবেশ।

ওমান থেকে দেশে ফেরার পর আজ রাজধানীতে বিমানবাহিনীর ফ্যালকন হলে যুব হকি দলকে সংবর্ধনাও দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। যদিও সেখানে যে পুরস্কার দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্নও থাকছে। পুরো দলের জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

আর এতে দলের ১৮ খেলোয়াড় ও ৫ কোচ-কর্মকর্তার প্রত্যেকে পাবেন প্রায় ২২ হাজার (২১ হাজার ৭৩৯) টাকা করে।

বিশ্বকাপে ওঠা দলটি ঢাকায় পৌঁছানোর পরই তাদের বিমানবন্দর থেকে বিমানবাহিনীর ফ্যালকন হলে নিয়ে যাওয়া হয়। প্রথমবার হকির বিশ্বকাপে জায়গা করা দলকে অভিনন্দন জানান ফেডারেশন সভাপতি। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, ‘আগামী বছর ভারতে অনুষ্ঠেয় হকি জুনিয়র বিশ্বকাপের আগে দলটির জন্য পর্যাপ্ত খেলার ব্যবস্থা করা হবে। সামনে বিজয় দিবস হকি টুর্নামেন্ট আছে। এরপর লিগ আয়োজনের চেষ্টা থাকবে।’

২০২৫ সালে যুব বিশ্বকাপ হকির আসর বসবে ভারতে। ডিসেম্বরে ভারতে অনুষ্ঠেয় হকি জুনিয়র বিশ্বকাপে খেলবে পাঁচ কনফেডারেশনের ২৪টি দল। যেখানে থাকবে এবার বাংলাদেশও।

সম্পর্কিত খবর