বছরের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামছে শান্তরা

বছরের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামছে শান্তরা

বছরে থাকা বিশ্বকাপের সূত্র ধরে বর্তমান সময়ে দলগুলো গুরুত্ব দেয় নির্দিষ্ট সেই ফরম্যাটকে। ২০২৪ সালটা টি-টোয়েন্টি বিশ্বকাপের। এতে সফরগুলোতে অন্য ফরম্যাটের সিরিজ থাকলেও সবার নজর যেন ওই ২০ ওভারের ম্যাচেই। সেখানে ব্যতিক্রম ঘটেনি বাংলাদেশের জন্যও। চলতি বছরের এই সময় পর্যন্ত আন্তর্জাতিকে বেশিরভাগ টি-টোয়েন্টি ম্যাচই খেলেছে শান্ত-লিটনরা। মাঝে হয়ে গেল দেশের ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগ, বিপিএল, সেটিও সেই টি-টোয়েন্টি ফরম্যাটের। 

ঘরের মাটিতে লঙ্কান সিরিজের শুরুটাও ছিল টি-টোয়েন্টি সিরিজ দিয়েই। সেখানে ২-১ ব্যবধানে হারলেও সক্ষমতার সর্বোচ্চ প্রমাণ দিয়ে নিজেদের সেরাটাই খেলেছে স্বাগতিকরা। এতে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে রাখল নাজমুল হোসেন শান্তর দল। তবে এ বছরে এখন পর্যন্ত কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। সেটিরই শুরু হচ্ছে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের এই প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। 

গেল বছরের ওয়ানডে বিশ্বকাপে একটু বাড়তি আলোচনাতেই ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। উত্তরটা হয়তো বেশিরভাগ মানুষেরই জানা, টাইমড আউট বিতর্ক। সেই বিতর্কিত ম্যাচের পর এই একদিনের ফরম্যাটে দল দুটির এই প্রথম ম্যাচ। সেখানে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের সূত্র ধরেও বলা যায়, ক্রিকেট বিশ্বের নতুন এই দ্বৈরথের এই ফরম্যাটেও ম্যাচ নিয়েও দলের বাইরে দর্শকদের মধ্যেও এখন যেন থাকে বাড়তি উত্তেজনা। 

টি-টোয়েন্টি সিরিজটা নিজেদের করতে না পারলেও ঘরের মাটিতে ওয়ানডেতে বিশ্বের অন্যতম দল হিসেবে ওয়ানডে সিরিজটা কোনোভাবেই হাতছাড়া করতে চাইবে না বাংলাদেশ। এদিকে আসন্ন এই সিরিজে অভিজ্ঞ-তরুণদের থাকছে আরও খানিকটা মিশেল। ওয়ানডেতে দলে ফিরছে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের মতো অভিজ্ঞরা। এছাড়াও ফিরছেন তানজিদ হাসান তামিম, সদ্য শেষ হওয়া বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন এই বাঁহাতি ব্যাটার। 

সম্পর্কিত খবর