মাঠে ইফতারের পর দাপুটে জয় আফগানদের
ইসলাম ধর্মের পবিত্র মাস রমজানের প্রথম দিনেই মাঠে গড়িয়েছিল আফগানিস্তান-আয়ারল্যান্ড সিরিজের ম্যাচ। ধর্ম পালনে আফগানিস্তানের ক্রিকেটাররা কেমন নিবেদিত তা আগেও দেখেছে ক্রিকেট বিশ্ব। এবারও সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে রোজা রেখেই মাঠে নেমেছিলেন মোহাম্মদ নবীরা। আমিরাতের মাঠে সূর্যাস্তের সময় মাঠেই ইফতার সারলেন তারা।
গতকাল (মঙ্গলবার) সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পায় আফগানিস্তান। জয় ছাপিয়ে আলাদা করে সবার মনে জায়গা করে নিয়েছে আফগানিস্তানের সিয়াম পালনের দৃশ্য। খেলা চলাকালীন মাঠে বসেই ইফতার করেছেন দুই আফগান ব্যাটার মোহাম্মদ নবী ও হাসমতউল্লাহ শহিদী। একই সময়ে বাকিরা ইফতার সেরেছেন ড্রেসিংরুমে। ২১তম ওভারে ইফতারের সময় হয়ে গেলে মাঠেই এই জুটির জন্য খেজুর, শরবত নিয়ে প্রবেশ করা হয়। এরপর মাঠেই ইফতার সম্পন্ন করেন দুই আফগান ক্রিকেটার।
আফগানিস্তানের ক্রিকেটারদের ইফতারের মুহূর্তের একটি ভিডিও নিজেদের অফিশিয়াল ফেসবুকে শেয়ার করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেই ভিডিও এখন ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হওয়ার পর মানুষের ভালোবাসা কুড়াচ্ছে। মাঠের দুই ব্যাটার বাদে ড্রেসিংরুমে বসে নামাজও আদায় করেছেন বাকি আফগান ক্রিকেটাররা।
এদিন শুরুতে কিছুটা ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ছিল আফগানিস্তান। ১০০ রান হওয়ার আগেই টপ অর্ডারের চারজন ব্যাটার ফেরেন সাজঘরে। পরে নবী-হাসমতউল্লাহর ৯৩ রানের দুর্দান্ত জুটিতে ভর করে ২৩৬ রানের লড়াকু সংগ্রহ পায় তাদের দল।
জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ নবীর স্পিন ঘূর্ণিতে কুপোকাত হয় আয়ারল্যান্ড। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর নবী এদিন বল হাতেও তুলে নেন ৫ উইকেট, তাও মাত্র ১৭ রান খরচ করে। দলীয় ১১৯ রানেই অলআউট হয় আয়ারল্যান্ড। এতে ১১৭ রানের বড় জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় আফগানরা।