ঝোড়ো শুরুর পর দিশেহারা আফগানিস্তান
ইংল্যান্ডের সঙ্গে আফগানিস্তানের দেখা হয় এই বিশ্বকাপের মঞ্চেই। এই নিয়ে তৃতীয় বারের মতো সাক্ষাত হলো দুই দলের। আগের দুবারও দুই বিশ্বকাপেই। ফলাফলও ছিল একই, বড় ব্যবধানে ইংল্যান্ডের জয়। সে ফলাফলটা পালটে দেওয়ার প্রত্যয় নিয়ে এবার ইংলিশদের মুখোমুখি হয়েছিল আফগানরা। শুরুটাও করেছিল দারুণ, প্রথম পাওয়ারপ্লেতে তুলে ফেলেছিল ৭৯ রান। তবে এরপরই যেন খেই হারাল আফগানরা। পরের দশ ওভারেই যে খুইয়ে বসেছে তিন উইকেট!
টস হেরে ব্যাট করতে নামা আফগানিস্তান শুরু থেকেই চড়াও হয়েছিল ইংল্যান্ডের ওপর। বিশেষ করে রহমানউল্লাহ গুরবাজ রীতিমতো রুদ্ররূপই ধারণ করেছিলেন। প্রতিপক্ষ বোলারদের থিতুই হতে দিচ্ছিলেন না। ফিফটি তুলে নেন ৩৩ বলে।
এরপরও ক্ষান্ত হননি তিনি। একের পর এক বল সীমানাছাড়া করেই যাচ্ছিলেন। আফগানিস্তান দলীয় সেঞ্চুরির দেখা পেয়ে যায় মোটে ১৪তম ওভারেই। তখন টসের সময় অধিনায়ক হাশমতউল্লাহ শহিদির করা ৩০০'র আশাকে খুব সম্ভব বলেই মনে হচ্ছিল।
কিন্তু সে পরিস্থিতিটা বদলে দেন আদিল রশিদ। শুরুতে তিনি ফেরান গুরবাজের সঙ্গী ইবরাহিম জাদরানকে। তার বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন ইবরাহিম। এরপর তিনে নামা রহমত শাহকেও ফেরান রশিদই।
এক বল পরই বৃত্তের ভেতর বল রেখে রান নিতে চেয়েছিলেন গুরবাজ আর হাশমত, তাতে সফল হননি। বিদায় নিতে হয় গুরবাজকে। ২০ ওভার পেরোনোর আগেই তিন উইকেট খুইয়ে বসে আফগানিস্তান।