র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ শরিফুলের, পেছালেন সাকিব

র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ শরিফুলের, পেছালেন সাকিব

টি-টোয়েন্টিতে অনেকদিন ধরেই বাংলাদেশ দলের মূল পেসার শরিফুল ইসলাম। শুরুতে বল হাতে প্রায় নিয়মিতই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিচ্ছেন। আরলিং উইকেট তোলার সঙ্গে রানের লাগাম টেনে ধরার বেলায়ও শরিফুল আর সবার চেয়ে এগিয়ে। যার উপহারটাও এবার তিনি পেয়েছেন আইসিসির থেকে। আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন শরিফুল। উঠে এসেছেন বোলারদের তালিকার ৩৯ নম্বর স্থানে।

বুধবার ক্রিকেটারদের র‌্যাঙ্কিং তালিকা আপডেট করেছে আইসিসি। আর সেই তালিকাতেই লম্বা লাফ দিয়েছেন শরিফুল। এক লাফে ১৯ ধাপ এগিয়েছেন এই পেসার। তার দিনে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদেরও। দুই ধাপ এগিয়ে তালিকার ৩৩ নম্বরে উঠে এসেছেন তিনি।

অবশ্য র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে সাকিব আল হাসানের। ওয়ানে অলরাউন্ডারের শীর্ষস্থান হারানোর পর এবার টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়েও অবনতি হয়েছে তার। ৪ ধাপ নিচে নেবে তার অবস্থান এখন ৩১ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে সবার উপরে থাকা মুস্তাফিজ এক ধাপ নিচে নেমে অবস্থান করছেন তালিকার ২৪ নম্বরে। এ তালিকায় সবার উপরে অবস্থান ইংলিশ স্পিনার আদিল রশিদের।

টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় দুই দাপ এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অবস্থান এখন ৩৩ নম্বরে। শান্ত এগোলেও দুই ধাপ পিছিয়েছেন লিটন দাস। অবশ্য পেছালেও তালিকার ৩১ নম্বরে থেকে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে আছেন তিনি। এ তালিকায় সবার উপরে ভারতের সূর্যকুমার যাদব।

এদিকে টেস্ট ব্যাটারদের শীর্ষস্থান ধরে রেখেছেন কেন উইলিয়ামসন। অন্যদিকে টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন রবীচন্দ্রন অশ্বিন। এক ধাপ নিচে নেমে গেছে ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহর অবস্থান।

সম্পর্কিত খবর