আস্থার প্রতিদান দিলেন তানজিম সাকিব
তানজিম হাসান সাকিব দুর্দান্ত; এই সাকিব উড়ন্ত; এই সাকিব দুরন্ত। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার বোলিং স্পেল সেটাই বলে৷ ৯ ওভার ৪ বলে যখন শ্রীলঙ্কার রান ৭১ রান, সেখানে বাংলাদেশের বোলারদের শিকারে নেই কোনো উইকেট। সেখান থেকেই এই পেসারের ঝড় শুরু৷
পর পর তিন ওভারে শিকার করলেন তিন উইকেট। লঙ্কানদের ওপরের সারির চার ব্যাটারের তিনজনই তার বলেই সাজঘরে। যাদের মধ্যে ছিলো পাথুম নিশাঙ্কা, আভিষ্কার ফার্নান্দো এবং সাদিরা সামারাবিক্রমার উইকেট। নিশাঙ্কা ভয়ানক হওয়ার পথে করে ২৮ বলে ৩৬। তাকে থামান এই সাকিব। ফার্নান্দো সেট হয়ে ৩৩ বলে ৩৩ বলে। তাকে ইনিংস বড় করতে দেননি। সামারাবিক্রমাকে সেট হওয়ার আগেই ফেরান প্যাভিলিয়নে। তিনি করেন ৫ বলে ৩।
তাসকিন-শরিফুলরা যে কাজটা ঠিকঠাক ভাবে করতে পারছিলেন, বরং রান দিচ্ছিলেন - সাকিব সেটাই করে দেখালেন৷ প্রথমবার সুইং-ভেরিয়েশন-লাইন-লেন্থে বুঝতেই পারেনি লঙ্কানরা।
সবমিলিয়ে ৮ ওভার ৪ বলে ৪৪ রানে তিন উইকেট। ইকোনমি ৫ এর কম। তবে শেষের দিকে ওভার পূর্ণ করতে পারেননি চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিলো। ফিরে এসেই একটা ক্যাচও নিয়েছিলেন।
মুস্তাফিজকে না বসিয়ে তানজিম সাকিবকে খেলানোর গাটস দেখিয়েছে ম্যানেজমেন্ট। বলা যায় সেটার পূর্ণ প্রতিদান দিলেই এই পেসার। কিউইদের মাটিতে একমাত্র ওয়ানডে জয়েও বড় ভূমিকা রেখে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব। নেপিয়ারে সাত ওভারে ১৪ রানে শিকার করেছিলেন ৩ উইকেট। সেটাই ধরে রাখলেন সাগরিকায়।