ম্যাচ জিতিয়ে যা বললেন শান্ত 

ম্যাচ জিতিয়ে যা বললেন শান্ত 

জাতীয় দলের জার্সি গায়ে এখন অব্দি ৪৩টি ওয়ানডে খেলে ফেলছেন নাজমুল হোসেন শান্ত। সেখানে হাঁকিয়েছেন আটটি ফিফটিসহ তিনটি সেঞ্চুরি। এর মধ্যে সবশেষ গত রাতের করা সেঞ্চুরিটা নিশ্চিতভাবেই মনে ধরে রাখবেন এই বাঁহাতি ব্যাটার। কেনই বা মনে রাখবেন? পূর্ণকালীন তিন ফরম্যাটের অধিনায়কত্ব পাওয়ার পর এটি প্রথম অ্যাসাইনমেন্ট শান্তর। সেখানে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ম্যাচ জেতানো ১২২ রানের দুর্দান্ত ক্যারিয়ার সেরা ইনিংস, দলের কঠিন সময়ে হাল ধরে টিকে থাকা শেষ পর্যন্ত। এর আগে দলের বোলিংয়ে দারুণ নেতৃত্বের পরিচয়। এতো কিছুর পর এমন জয় মনে রাখার মতো না বলে আর উপায় কই? 

শান্তর অপরাজিত ১২২ এবং মুশফিকের অপরাজিত ৭৩ রানের ভরে চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের ৬ উইকেটে হেসেখেলে হারায় বাংলাদেশ। এতে সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিকরা। নান্দনিক এই সেঞ্চুরি পেরোনো ইনিংসে সহজ সমীকরণেই ম্যাচসেরা খেতাব পান শান্ত। 

অধিনায়ক না হলেও এমন পারফরম্যান্সে তাকে যেন অনায়াসভাবে দাবি জানাত অফিশিয়াল সম্প্রচারের আলাপচারিতায়। সেখানে ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত জানালেন শুরুতে ২৩ রানেই ৩ উইকেট হারানোর পর কীভাবে এগোলেন তারা। শান্ত বলেন, ‘আমরা জানি নতুন বলে খেলাটা বেশ কঠিন। তাই আমি আমার খেলার জন্য সময় নিতে থাকি। পরে মাঠে শিশিরের কারণে বল ভালো আসছিল।’ 

ব্যাটিংয়ে শান্তর অনবদ্য এই ইনিংস ছাড়াও ম্যাচের নিয়ন্ত্রণ ধরতে সাহায্য করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকের। এতেই দলের সিনিয়র এবং অভিজ্ঞ এই ব্যাটারের কৃতিত্ব দিতেও ভোলেননি শান্ত। ‘মাহমুদউল্লাহ ও মুশফিক ভাইয়ের অভিজ্ঞতা আমাদের অনেক সাহায্য করেছে। মুশফিক ভাই ভালো খেলেছে। আশা করছি তিনি তার এই ফর্ম ধরে রাখবেন।

সম্পর্কিত খবর