‘শান্ত এর চাইতেও সাবলীলভাবে খেলে’
নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের তিন ফরম্যাটের বর্তমান অধিনায়ক। বিপিএলের চলতি বছরের আসর চলাকালে জাতীয় দলের পূর্ণকালীন এই দায়িত্ব পান তিনি। তবে এবারের বিপিএলে ব্যাট হাতে ছিলেন পুরোদস্তুর ফর্মহীন।। তবে লঙ্কান সিরিজের প্রথম ওয়ানডেতে কেবল রানেই ফিরলেন না, দলকে কঠিন অবস্থান থেকে টেনে তুলে জেতালেনও। ম্যাচ শেষে তাই তার প্রশংসায় পঞ্চমুখ দলের সিনিয়র ব্যাটার মুশফিকুর রহিম।
২৩ রানেই ৩ উইকেট হারানোর পর ম্যাচে প্রথম হালটা ধরেন অধিনায়ক শান্ত ও মাহমুদউল্লাহ। পরে মুশফিকের সঙ্গে অবিচ্ছিন্ন ১৬৫ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শান্ত। সেখানে ১২৯ বলে ১৩ চার ও ২ ছক্কার মারে ১২২ রানের অসাধারণ এই ইনিংস খেলেন বাংলাদেশের এই অধিনায়ক। তবে মুশফিক মনে করেন, এতেই শেষ নয় শান্তর। আরও বেশি সাবলীলভাবে খেলার সামর্থ্য রাখে সে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিপিএলে রান খরা গেলেও জাতীয় দলে শান্তর রান ফেরা নিয়ে প্রশ্নে মুশফিক বলেন, ‘সে এর চাইতেও সাবলীলভাবে খেলে। ওর সেরাটা এখনো বাকি। এর চেয়েও দাপট দেখিয়ে খেলে। ওর মধ্যে একটা পরিবর্তন এসেছে, আগে একটা ভালো শুরু পেলে ৫০–৬০ রান পর্যন্ত থাকত। এখন ম্যাচ শেষ করে আসছে, বড় ইনিংস খেলছে।’
রানে ফিরতে না পারা এদিকে নেতৃত্বের চাপ। তবে সেই চাপেই যেন আরও বেশি টেকসই শান্তর পারফর্ম। দায়িত্বের চ্যালেঞ্জ বাড়লে যেন ব্যাটও বাড়তি কথা বলে এই বাঁহাতি ব্যাটারের। এসব জানিয়ে মুশফিক আরও বলেন, ‘বিপিএল অন্য সংস্করণ, এটা (ওয়ানডে) অন্য সংস্করণ। যখন একটা মানুষের দায়িত্বটা বেশি থাকে, সবকিছু নিয়ে চিন্তা করে, তখন কিছু কিছু মানুষ তাদের সেরা খেলাটা খেলে। আর শান্ত এমন একটা মানসিকতার ছেলে যে দায়িত্বটা চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং সেটাকে সফলভাবে পালনও করে।’