সবচেয়ে কম বয়সে কিউইদের বর্ষসেরা রাচিন

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:১৭ পিএম | ১৪ মার্চ, ২০২৪

অভিষেকের পর থেকেই দারুণ পারফর্ম করে চলেছেন নিউজিল্যান্ডের তরুণ ব্যাটার রাচিন রবীন্দ্র। বিশেষ করে ২০২৩ বিশ্বকাপে রাচিনের ব্যাটিং ছন্দ ছিল নজরকাড়া। সেখানে ১০ ম্যাচে ৬৪.২২ ব্যাটিং গড়ে করেছিলেন ৫৭৮ রান, হয়েছিলেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। 

এদিকে টেস্টেও নিজেদের অনন্য মাত্রায় নিয়ে চলেছেন এই বাঁহাতি ব্যাটার। কেবল ৭ টেস্টের চলমান ক্যারিয়ারে করে ফেলছেন একটি ডাবল সেঞ্চুরির ইনিংস। সব মিলিয়ে তাসমান দ্বীপপুঞ্জের এই দেশটির ক্রিকেট দলের অন্যতম নামে পরিণত হয়েছেন রাচিন। 

চলমান দুর্দান্ত এই পারফর্মের সূত্র ধরে গত মাসে নির্বাচিত হন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসির মাসসেরা ক্রিকেটার হিসেবে। এর মাস খানেক পরেই রাচিনের প্রাপ্তির মুকুতে জমা হলো আরও একটি পলক। হয়েছেন নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার। এতে ২৪ বছর বয়সী এই ক্রিকেটার দেশটির সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে জিতলেন বর্ষসেরার এই পুরষ্কার।  

এদিকে কিউইদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কেন উইলিয়ামসন। একই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘রেডপাথ কাপও’ পুরস্কার। ছেলেদের ওয়ানডের বর্ষসেরা হয়েছেন পুরো পঞ্জিকাবর্ষে  ৫৫২ রান করা ড্যারিল মিচেল। এবং টি-টোয়েন্টি ক্ষেত্রের পুরষ্কারটা মিচেল স্যান্টনার ঝুলিতে।

এছাড়াও দেশটির নারী ক্রিকেটে বর্ষসেরার পুরষ্কার পেয়েছেন অ্যামিলিয়া কার। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ‘ডেবি হকলি পদক’ জিতলেন তিনি। 

খেলার দুনিয়া | ফলো করুন :