মেসি-সুয়ারেজ জাদু, শেষ আটে মায়ামি

মেসি-সুয়ারেজ জাদু, শেষ আটে মায়ামি

লিওনেল মেসি ছন্দে ফিরে এসেছেন। মাঠে নামলেই পাচ্ছেন গোল। আজও পেলেন। গোল করলেন, বন্ধু লুইস সুয়ারেজকে দিয়ে একটা গোল করালেনও। দুয়ের যুগলবন্দিতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়েছে তাদের দল ইন্টার মায়ামি। সামগ্রিকভাবে ৫-৩ ব্যবধানের জয় নিয়ে দলটা পৌঁছে গেছে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ আটে। 

পরের রাউন্ড নিশ্চিত করতে হলে আজ মায়ামিকে জিততেই হতো। এমন সমীকরণ সামনে রেখে মেসির দল এগিয়ে যায় ম্যাচের ৮ মিনিটেই। মেসির বাড়ানো বল থেকে সুয়ারেজ গোল করে বসেন ম্যাচের শুরুর দিকে।

এরপর মেসি নিজেও গোলের খাতায় নাম লিখিয়েছেন। ম্যাচের ২৩ মিনিটে ডিয়েগো গোমেজের বাড়ানো বল মেসিকে খুঁজে পায় বক্সের ঠিক মাঝে। আর্জেন্টাইন তারকা বলটা জড়ান ন্যাশভিলের জালে। 

অস্বস্তির কারণে মেসি ৯০ মিনিট খেলতে পারেননি এই ম্যাচে। ৫০ মিনিটেই মাঠ ছেড়েছেন। তবে তার আগে মাঠে যা করে গেছেন, তাই মায়ামির জয়ের জন্য যথেষ্ট হয়ে গিয়েছিল।

তার বদলে নামা রবার্ট টেলরও এরপর গোলের দেখা পেয়ে গেছেন। ম্যাচের ৬৩ মিনিটে সুয়ারেজের বাড়ানো ক্রসে মাথা ছুঁইয়ে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন তিনি।

ন্যাশভিল একেবারে শেষ মুহূর্তে একটা গোল অবশ্য পেয়েছিল। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মায়ামির জয়টা নিশ্চিত হয়ে গেছে তার বহু আগেই।

কাল সকালে প্রতিযোগিতার শেষ ষোলয় মুখোমুখি হবে মন্টেরি আর সিনসিনাটি। এই লড়াইয়ের জয়ী দলের বিপক্ষে শেষ আটে খেলবে মায়ামি। লড়াইয়ের প্রথম লেগ হবে আগামী ২ এপ্রিল। 

সম্পর্কিত খবর