তিনে নামলেন তামিম ইকবাল, ওপেনিংয়ে দিপু-ইমনের সেঞ্চুরি 

তিনে নামলেন তামিম ইকবাল, ওপেনিংয়ে দিপু-ইমনের সেঞ্চুরি 

‘আমার আসলে তিন কিংবা চারে ব্যাটিং করার অভিজ্ঞতা নেই। স্বাভাবিকভাবে কথাটি আমি ভালোভাবে নিইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। কারণ আমি বিষয়টি পছন্দ করিনি। আমার কাছে মনে হচ্ছে আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে, ইচ্ছে করে।’

বিশ্বকাপের ঠিক আগে দলে না থাকা নিয়ে বেশ কিছু কারণের মধ্যে এই একটিও দেখিয়েছিলেন তামিম ইকবাল। গত বছরের ২৭ সেপ্টেম্বর নিজের ভেরিফাইড পেইজে এক ভিডিও বার্তায় এসব বলেছিলেন দেশের সাবেক এই অধিনায়ক। এরপর থেকে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি তামিম। ওপেনিং ছাড়া ব্যাটিং বা বোর্ডের সঙ্গে নানান কিছু বনিবনা না হওয়ায় এর মূলে? আপাতত সেসব আলোচনা কিছুটা দূরে থাকুক। 

সেই ঘটনা প্রায় সাড়ে ছয় মাস পর ফের আলোচনায় সেই ইস্যু। কারণটা আজকের ঢাকা প্রিমিয়ার লিগের প্রাইম ব্যাংকের ম্যাচকে ঘিরে। সেখানে ওপেনিংয়ে নামেননি তামিম। আসরের প্রাইম ব্যাংকের দ্বিতীয় এই ম্যাচে ওপেনিংয়ে নামেন শাহাদত হোসেন দিপু ও পারভেজ হোসেন ইমন। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এই ম্যাচের ওপেনিং জুটিতেই এসেছে ২৪৬ রান। দুই ওপেনারই হাঁকিয়েছেন সেঞ্চুরি। ১১১ বলে ১১৯ রান করে ফিরেছেন দিপু। এদিকে ইমন আউট হন দেড়শ পেরিয়ে ১৫১ রান করে, ১২৯ বল খেলে সাজানো এই নান্দনিক ইনিংসে ৯ চার ও ৮ ছক্কায় সাজান এই বাঁহাতি ব্যাটার। 

দুই ওপেনারের সেঞ্চুরির দিনে বিশাল সংগ্রহ পেয়েছে প্রাইম ব্যাংক। ৪৯ ওভারে ৪ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ৩৮০ রান। 

এদিকে তিনে নামা তামিম এদিনও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। আসরের প্রথম ম্যাচে দলের এই অধিনায়কের ব্যাট থেকে এসেছিল ১৭ রান, এবার দ্বিতীয় ম্যাচে ফিরলেন ১৬ রান করে। তামিমের তিনে নামার বিষয়টা শুরুতে জলঘোলা অবস্থায় থাকেলও পরবর্তীতে জানা গেছে তার কারণ। প্রাইম ব্যাংকের আজকের ম্যাচটি হচ্ছে সাভারে, বিকেএসপির ৪ নম্বর মাঠে। সেখানে পৌঁছাতে রাস্তায় জ্যামে বেশ কিছুক্ষণ আটকে ছিলেন তামিম। এতেই হয়েছে বিলম্ব এবং তার পরিবর্তে টসে নেমেছিলেন মোহাম্মদ মিঠুন।  

সম্পর্কিত খবর