গাড়ি দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি লঙ্কান অধিনায়ক

গাড়ি দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি লঙ্কান অধিনায়ক

শ্রীলঙ্কার উত্তর-মধ্য শহর অনুরাধাপুরের কাছে বৃহস্পতিবার সকালে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন লাহিরু থিরিমান্নে। অপর প্রান্ত থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার গাড়ির। এ সময় গাড়িতেই ছিলেন লঙ্কানদের এই সাবেক অধিনায়ক।

থিরিমান্নের আঘাত কতটা ভয়াবহ তা এখনও জানা যায়নি। তবে তিনি বর্তমানে অনুরাধাপুরা টিচিং হাসপাতালে ভর্তি রয়েছেন। থিরিমান্নের সঙ্গে গাড়িতে আরও একজন ছিলেন। তিনিও বর্তমানে একই হাসপাতালে ভর্তি রয়েছেন।

মূলত, তীর্থযাত্রার উদ্দেশে বের হয়েছিলেন থিরিমান্নে। যাওয়ার পথে বিপরীত প্রান্ত থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে তার গাড়ির। পরে সেখান থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে ও তার সঙ্গে থাকা অপর যাত্রিকে।

উল্লেখ্য, গত ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর ৪৪টি টেস্ট ম্যাচ খেলেছেন থিরিমান্নে। একই সঙ্গে ওয়ানডে খেলেছেন ১২৭টি ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৬টি। তিনি ২০১৪ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। এছাড়াও দুটি বিশ্বকাপে লঙ্কানদের প্রতিনিধিত্ব করেছেন। এর বাইরে দেশকে পাঁচটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন থিরিমান্নে। দীর্ঘ ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলে গত বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় বলে দেন থিরিমান্নে।

সম্পর্কিত খবর