বার্ষিক ২ মিলিয়ন ডলারেও রাজি পিসিবি, তবুও সিদ্ধান্তহীনতায় ওয়াটসন
বিশ্বকাপের পর থেকেই পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের পদটি শূন্য পরে আছে। সেই জায়গাতেই এবার শেন ওয়াটসনকে বসাতে চায় পিসিবি। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের আগেই স্থায়ীভাবে তাকে নিয়োগ দিতে চাই দেশটির ক্রিকেট বোর্ড।
আর পিসিবির এই মনোভাব বুঝে কোচ হওয়ার জন্য বেশ মোটা অংকের পারিশ্রমিক দাবি করেছেন এই অজি ক্রিকেটার। যা অবশ্য এরইমধ্যে মেনেও নিয়েছে পিসিবি। তবুও প্রধান কোচ হওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন ওয়াটসন।
মূলত, পাকিস্তান ক্রিকেট দলের কোচের অধ্যায়টা সুখকর হয় না। দেশটির রাজনৈতিক কারণে প্রায় নিয়মিতই পরিবর্তন আসে ক্রিকেট বোর্ডে। যা পরবর্তীতে প্রভাব ফেলে কোচিং স্টাফসহ দলের সবখানেই। আর এই বিষয়টিই ভাবাচ্ছে ওয়াটসনকে। তাই তার দাবি করা পারিশ্রমিক মেনে নিলেও দেশটির কোচ হওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় এই সাবেক অজি ক্রিকেটার।
বোর্ডের এক সূত্র অনুসারে, বার্ষিক ২ মিলিয়ন ডলার দাবি করেছেন ওয়াটসন। যা পাকিস্তানি মুদ্রার হিসেবে প্রতি মাসে প্রায় ৪৬ মিলিয়ন রুপি। যেই পরিমাণ পারিশ্রমিক পায়নি দেশটিতে ইতোপূর্বে কাজ করা কোনো বিদেশি কোচই।
পাকিস্তানের প্রাক্তন বিদেশী কোচ যেমন রিচার্ড পাইবাস, বব উলমার, জিওফ লসন, ডেভ হোয়াটমোর, গ্রান্ট ব্র্যাডবার্ন এবং মিকি আর্থার; ওয়াটসনের দাবির চেয়ে অনেক কম বেতনে কাজ করে গেছেন দেশটিতে। সেখানে বেশ মোটা অংকের পারিশ্রমিকই দাবি করেছেন ওয়াটসন। তবে এরপরও ওয়াটসনকে প্রধান কোচ করতে আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড।
তবে সমস্যা হলো বর্তমানে বেশ কয়েকটি দলের সঙ্গে কাজ করছেন ওয়াটসন। ইউএসএ মেজর লিগের কোচিংসহ পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে কাজ করছেন ওয়াটসন। তাই পাকিস্তানের প্রধান কোচ হওয়ার ব্যাপারে বেশ ভাবতে হচ্ছে তাকে। যা নিয়ে সূত্র বলছে, ‘অস্ট্রেলিয়ায় ওয়াটসনের একটি তরুণ পরিবার রয়েছে। যাদের সময় দিতে হয়। এছাড়াও ইউএসএ মেজর লিগের সঙ্গে সে প্রতিশ্রুতি-বদ্ধ। কাজেই, তিনি তার বিকল্পগুলি বিবেচনা করছেন। কারণ বোর্ড চায় তিনি পাকিস্তানে সর্বাধিক সময় কাটান যাতে ঘরোয়া স্তরে প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসে এবং জাতীয় দল ভালো পারফর্ম করে।’