ইমনের বিব্রতকর রেকর্ড, আবাহনীর বড় জয়
লিস্ট ‘এ’ ক্রিকেটে এদিনই প্রথমবার মাঠে নেমেছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা ইকবাল হোসেন ইমন। যেখানে প্রতিপক্ষ দেশের ঐতিহ্যবাহী ক্রিকেটার আবাহনী লিমিটেড। হয়তো অভিষেকটা স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তিনি। তবে সেটা এখন ভুলে যেতে পারলেই শান্তিতে ঘুমাতে পারবেন ১৭ বছর বয়সী এই পেসার। এদিন দেশের লিস্ট এ ক্রিকেটে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন ইমন। আবাহনীর বিপক্ষে ৯ ওভারেই খরচ করেছেন ১০৪ রান।
ইমনের বিব্রতকর রেকর্ডের দিনে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে শুরুতে ব্যাট করে ৭ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৩৩৪ রান তুলে আবাহনী। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেন সাব্বির হোসেন। ৭৩ রান আসে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। জাকের আলি অনিক ৪৮ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন।
আবাহনীর ব্যাটারদের দিনে লিস্ট 'এ' ক্রিকেটে খরচের রেকর্ড গড়েছেন ইমন। এতদিন এই রেকর্ড ছিল শাহাদাত হোসেন রাজিবের। ২০১১ সালে বাংলাদেশ 'এ' দলের হয়ে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে ১০ ওভারে ১০৪ রান দিয়েছিলেন তিনি। সেই রেকর্ডে আজ ভাগ বসিয়েছেন ইমন। অবশ্য ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে খরুচে বোলিংয়ের বিশ্ব রেকর্ডটি বাস ডে লিডের। গত বছর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৫ রান দেন নেদারল্যান্ডসের এই পেসার।
বিশাল লক্ষ্যে গাজী টায়ার্সের ইনিংসের ৪০ তম ওভারে বৃষ্টি শুরু হলে খেলা শেষ করতে হয়। তার আগ পর্যন্ত ৯ উইকেটে ১৬৩ রান তুলে গাজী। তাহজিবুল ইসলাম সর্বোচ্চ ৫৮ রানে অপরাজিত থাকলেও দলের বড় হার এড়াতে পারেননি তিনি। শেষ দিকে ডিএলএস মেথডে তার দল হেরেছে ১৪৬ রানে।