দীপু-ইমনের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের জয়, হোঁচট খেল শেখ জামাল

দীপু-ইমনের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের জয়, হোঁচট খেল শেখ জামাল

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দিনের আরেক ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে হেরে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সাভারে ব্রার্দাসের বিপক্ষে শুরুতে ব্যাট করে দুই সেঞ্চুরিতে ৪ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৩৮০ রান তুলে প্রাইম ব্যাংক। ওপেনিং জুটিতেই শাহাদাত হোসেন দীপু ও পারভেজ হোসেন ইমন মিলে জমা করেন ২৪৬ রান। দীপু ১১৯ রান করে ফিরলে ইমন থামে ১৫১ রানে। এদিন তিন নম্বরে ব্যাট করতে নামেন তামিম ইকবাল। যদিও তাকে থামতে হয়েছে মাত্র ১৬ রান করেই। তার দিনে শেষ দিকে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে স্কোরটাকে ৩৮০ তে নিয়ে যান মাহেদী হাসান। ১৭ বলে ৪৫ রান আসে মাহেদীর ব্যাট থেকে।

বড় লক্ষ্যে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ব্রাদার্স। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান আসে আব্দুল মাজিদের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে রহমত আলীর ব্যাট থেকে। ব্রাদার্সের ইনিংস থামে ৯ উইকেট ২১৫ রানে। এতে ১৬৫ রানের বড় জয় পায় প্রাইম ব্যাংক।

দিনের আরেক ম্যাচে সাভারের তিন নম্বর গ্রাউন্ডে শুরুতে ব্যাট করে শেখ জামাল ৭ উইকেটে স্কোরবোর্ডে জমা করে ২৩৭ রান। জবাব দিতে নেমে সেই লক্ষ্য ১৩ বল ও ৬ উইকেট হাতে রেখে টপকে যায় শাইনপুকুর।

শেখ জামালের হয়ে অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৮০ রান। সৈকত আলীর ব্যাট থেকে আসে ৫৬ রান। অন্যদিকে শাইনপুকুরের হয়ে খালিদ হাসান ৬৬ রানে ফিরলে মার্শাল আইয়ুব ফিরেন ৫৭ রানে। এরপর ইরফান শুক্কুরকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শাইনপুকুরের অধিনায়ক আকবর আলি। ৬২ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার।

সম্পর্কিত খবর