যে কারণে ওপেনিং ছেড়ে তিনে নামলেন তামিম
সাত সকালে বিকেএসপির চার নম্বর মাঠ একটা চমকই উপহার দিল। প্রাইম ব্যাংকের অধিনায়ক হিসেবে দেখা গেল মোহাম্মদ মিঠুনকে। তামিম ইকবাল নেই। এরপর টসে হেরে ব্যাট করতে নামল প্রাইম ব্যাংক, সেখানেও ওপেনিংয়ে নেই তামিম! অথচ একাদশে আছেন ঠিকই!
শেষমেশ তিনি নামলেন ঠিকই, তবে তিন নম্বরে। তার আগে শাহাদাত হোসেন দিপু আর পারভেজ হোসেন ইমন মিলে তাণ্ডবই চালিয়ে গেছেন, ২৪৬ রান চলে এসেছে তাদের ওপেনিং জুটিতেই!
দলে আছেন, কিন্তু ওপেনিং করছেন না, বিষয়টা একটু বিস্ময়জাগানিয়াই। কারণ ওপেনিং ছাড়া অন্য কোনো পজিশনে খেলাটা যে তার ধাতে নেই একটু! এ নিয়ে বিশ্বকাপের আগে কি তুলকালামই না হলো! সেই তামিম আজ নামছেন তিন নম্বরে!
কেন এমন হলো? কারণ ঢাকার বিখ্যাত যানজট। ঢাকা থেকে সাভারে যাওয়ার পথে জ্যামে আটকে গিয়েছিলেন তিনি। সে কারণেই মূলত পথে হলো দেরি! তাও দেরিটা হলো অনেক বেশি। তিনি যখন বিকেএসপিতে পৌঁছালেন, তখন ২০ ওভারেরও বেশি সময় পেরিয়ে গেছে!
তবে তামিমকে কিছুটা স্বস্তি এনে দিয়েছেন দুই ওপেনার। দুজন মিলে ২৪৬ রান যোগ করেছেন ওপেনিং জুটিতেই। দিপু করেছেন ১১১ বলে ১১৯ রান, ওপাশে পারভেজ ইমন ১২৯ বলে খেলেছেন ১৫১ রানের ইনিংস।
তামিম ব্যাট হাতে নেমেছেন ইনিংসের ৩৭তম ওভারে। যদিও তিনি তার ইনিংস বড় করতে পারেননি। ৪১ তম ওভারে সালাহউদ্দিন শাকিলের বলে আউট হন তিনি। ফেরার আগে তিনি করেন ১৫ বলে ১৬ রান।