যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ম্যাচের সূচি চূড়ান্ত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্রে। জুনে অনুষ্ঠিত হতে চলা সেই বিশ্বকাপ সামনে রেখে আগেভাগেই দেশ ছাড়তে চাই বাংলাদেশ দল। এরপর সেখানে পৌঁছে আয়োজকদের বিপক্ষে ম্যাচ খেলে সারতে চায় বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি।
আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেই ম্যাচগুলোর সূচি এরইমধ্যে চূড়ান্ত করেছে ইউএসএ ক্রিকেট (ইউএসএসি)।
দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ২১ মে। এরপর একদিন বিরতি দিয়ে বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ২৩ ও ২৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি)।
শুধু বাংলাদেশের বিপক্ষেই নয় তার আগে প্রতিবেশী দেশ কানাডার বিপক্ষেও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। সেই ম্যাচগুলোর সূচিও জানিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এই দুই সিরিজ নিয়ে ইউএসএসির চেয়ারম্যান ভেনু পিসিকে বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই ম্যাচগুলো আমাদের দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ম্যাচের সূচির প্রস্তাবে সমর্থন জানানোয় আমি আইসিসি, ক্রিকেট কানাডা ও বিসিবিকে ধন্যবাদ জানাই।’