শান্তদের আজ সিরিজ জয়ের মিশন
ওয়ানডেতে ঘরের মাটিতে অন্যতম শক্তিশালী দল বাংলাদেশ। তা সিরিজের প্রথম ম্যাচেই আরও একবার দেখিয়ে দিলেন শান্ত-মুশফিকরা। বোলিং-ব্যাটিং দুইয়ের শুরুটাই ছিল ছন্নছাড়া। তবে তা সামলে দারুণভাবে ফেরা এবং লঙ্কানদের ওপর প্রভাব বজায় রেখে খেলে ৬ উইকেটে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। এতে সিরিজে ১-০তে এগিয়ে স্বাগতিকদের নজর এবার সিরিজ জয়ে, এক ম্যাচ হাতে রেখেই। চট্টগ্রামের মাঠেই দ্বিতীয় ওয়ানডেতে আজ (শুক্রবার) মাঠে নামছে দুই দল। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।
আগের ম্যাচে বোলিংয়ের দিকটা দেখলে, সেখানে লঙ্কান ইনিংসের ৭০ রান পর্যন্ত কোনো উইকেটের দেখা পায়নি শরিফুল-তাসকিনরা। এতে আভাস দিচ্ছিল হয়তো ৩০০ থেকে ৩৫০ সংগ্রহে অনায়াসেই পৌঁছে যাবে সফরকারীরা। তবে সেখানে অসাধারণ এক স্পেলে পরপর তিন ওভারে টপ-অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে দেন আরেক পেসার তানজিম হোসেন সাকিব। সেখান থেকে ইনিংসের বাকি সময়ের বেশিরভাগ থেকে স্বাগতিকদের দখলেই এবং ২৫৫ রানে গুটিয়ে যায় কুশল মেন্ডিসের দল।
লক্ষ্যটা যখন ২৫৬ রানের, তখন এই চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় দরকার শুরু থেকে দেখেশুনে ব্যাটিং, এদিকে বিষয়টা লঙ্কানদের জন্য হলে তাদের প্রয়োজন দ্রুত উইকেট। সেখানে শুরুর ভাগ্য লঙ্কানদের ঝুলিতে। ২৩ রানেই নেই বাংলাদেশের ৩ উইকেট। সেখানে থেকে ম্যাচে আরও একবার ঘুরে দাঁড়ায় নাজমুল হোসেন শান্তর। অভিজ্ঞতার বদৌলতে প্রথম শান্ত-মাহমুদউল্লাহর ৬৯ রানের জুটি এবং পরে শান্ত-মুশফিকে ১৬৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে মনে রাখার পর জয় পায় বাংলাদেশ।
এতে ব্যাটে-বলে দুইয়েই দারুণ ছন্দে আছে স্বাগতিক দলের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি সিরিজে ভালো খেললেও সিরিজটা হয়েছে হাতছাড়া। তবে তা আরও একবার না ফিরিয়ে দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ নিজেদের করে রাখতে চাইবে শান্ত-লিটনরা।