অভিজ্ঞ ও মান সম্পন্ন মুস্তাফিজে আস্থা চেন্নাই কোচের
২০১৫ সালের মাঝামাঝি ওয়ানডে অভিষেক মুস্তাফিজুর রহমানের। সেখানে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১৩ উইকেট শিকারে হয়েছিলেন সিরিজসেরা। সেখান থেকেই সবার নজরে এই বাঁহাতি পেসার। সে বছরই নিলামে আইপিএল পেয়ে যান দল। বিশ্বের অন্যতম এই ফ্রাঞ্চাইজি লিগের ২০১৬ সালের আসরে প্রথমবারের মতো খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।
সেখানে ১৬ ম্যাচে নেন ১৭ উইকেট, ইকোনমি ছিল স্রেফ ৬.৯০। প্রথমবার খেলতে এসেই শিরোপা স্বাদ পান মুস্তাফিজ, জেতেন আসেরর সেরা উঠতি খেলোয়াড়। আইপিএলের ১৬ আসর এখন পর্যন্ত ভারতীয় ছাড়া কেবল মুস্তাফিজই জেতেন এই খেতাব। সেখান থেকে এখন পর্যন্ত আইপিএলের মোট ছয় আসরে চারটি ভিন্ন দলের হয়ে খেললেও সেই পুরনো ফিজের দেখা মেলেনি।
সবশেষ ২০২৩ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন মুস্তাফিজ। সেখানে কেবল ২টি ম্যাচেই খেলার সুযোগ পান তিনি। এদিকে সেসময় থেকে জাতীয় দলেও ফর্মহীন সময় পার করছিলেন তিনি। এতে আইপিএলের ২০২৪ আসরে তার দল পাওয়া নিয়ে দাঁড়িয়েছিল শঙ্কা। তবে গত ডিসেম্বরে নিলামের শেষ মুহূর্তে ‘এক্সিলারেটেড’ রাউন্ড থেকে ভিত্তিমুল্য ২ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় ২০২৩ আসরের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। এ নিয়ে আইপিএলে সাত আসরে মোট পাঁচটি দলের হয়ে খেলবে মুস্তাফিজ।
দল পেলেও কি জায়গা মিলবে একাদশে? সবশেষ জাতীয় দলের হয়ে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দেখা মিলল নিষ্প্রভ মুস্তাফিজের। এতে প্রথম ওয়ানডেতে জায়গা হারায় একাদশ থেকে। তবে কি আইপিএলে চেন্নাইয়ের হয়ে কাটাতে হবে ডাগআউটে বসে? তবে সেসব সমীকরণ এড়িয়ে ভিন্ন কিছুর ইঙ্গিতই দিলের চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো। তার মতে মুস্তাফিজ অভিজ্ঞ ও বিশ্বমানের বোলার এবং তা দলের জন্য হতে পারে বেশ উপযোগী।
গতকাল পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাভো বলেন, ‘আমাদের ভালো একটি দল রয়েছে। গত মৌসুমে যেখানে শেষ করেছি, এবার সেখান থেকেই শুরু করতে চাই। অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়েও আমরা সত্যিই অনেক ভালো খেলেছি। এই বছর তো আমরা শার্দুলকে (ঠাকুর) ফিরে পেয়েছি, যেটা বোনাস। ফিজও (মুস্তাফিজুর রহমান) অভিজ্ঞ এবং মান সম্পন্ন। (পাথিরানা আছে, যাকে আমরা ডাকি বেবি মালিঙ্গা। তুষার দেশপান্ডে, যে গত মৌসুমে ভালো করেছিল। সব মিলিয়ে এই ছেলেদের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে এবং আসন্ন মৌসুমের দিকে তাকিয়ে আছি।’
আগামী ২২ মার্চ উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মুস্তাফিজের চেন্নাই। টুর্নামেন্টের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা এবারের আসরের যাত্রা শুরু করবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে।