দ্বিতীয় ওয়ানডেতে ‘সেঞ্চুরি’র পথে তাসকিন
ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তিনটি উইকেট পান তাসকিন আহমেদ। এতে এখন পর্যন্ত একদিনের ম্যাচের ক্যারিয়ারে ৭১ ম্যাচে মোট ৯৮টি উইকেট পেলেন এই ডানহাতি পেসার। ১০০ উইকেটের মাইলফলক থেকে যা স্রেফ ২ উইকেট দূরে। যা আজকের দ্বিতীয় ওয়ানডেতেই তা পূর্ণ করার অপেক্ষায় দেশের এই তারকা পেসার।
দেশের অষ্টম বোলার হিসেবে এই মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় তাসকিন। এর আগে এই কীর্তি গড়া বাংলাদেশি সাত বোলারের মধ্যে আছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ রফিক ও মেহেদি হাসান মিরাজ। এর মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট সাকিবের, ৩১৭টি। ২৬৯ উইকেট নিয়ে দুইয়ে মাশরাফি এবং ২০৭ উইকেট নিয়ে তিনে আছেন রাজ্জাক।
২০১৪ সালে অভিষেকের পর ওয়ানডে আন্তর্জাতিক ক্যারিয়ারের দশম বছরে পা দিলেন তাসকিন। সেখানে একাধিকবার চোটে পড়লেও বারবারই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। বোলিংয়ের প্রতি তার অদম্য প্রচেষ্টা ও নিবেদন বেশ প্রশংসার যোগ্য।
এদিকে তিন ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত মোট ১৪১টি ম্যাচ খেলেছেন তাসকিন। সেখানে তার উইকেট সংখ্যা ১৮৪টি।