বিশ্বকাপে নতুন আইন, ১ মিনিট পার হলেই জরিমানা
চলতি বছরের জুনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো মাঠে নামবে ২০টি দল। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। তার আগে নতুন নিয়ম চালু করেছে আইসিসি। যা শুরু হবে সেই বিশ্বকাপ দিয়েই।
সাদা বলের সংস্করণে ‘স্টপ ক্লক’ আইন চালু করেছে আইসিসি। যার মূল্য উদ্দেশ্য ম্যাচের সময় অপচয় রোধ করা। এই নিয়মের ব্যত্যয় হলে শাস্তির ব্যবস্থাও রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
নতুন নিয়ম অনুযায়ী, ফিল্ডিং দলকে নির্দিষ্ট ওভার শেষে পরবর্তী ১ মিনিটের মধ্যে ফের নতুন আরেকটি ওভার শুরু করতে হবে। আর কোনো কারণে এর ব্যত্যয় হলে প্রতিবার এই নিয়ম ভাঙার জন্য আছে পেনাল্টির ব্যবস্থা। মাঠের আম্পায়ার ফিল্ডিং দলকে দুবার সতর্ক করে দেবেন। তৃতীয়বার নিয়ম ভাঙলে ৫ রান পেনাল্টি হবে। তৃতীয়বার থেকে যতবার এই নিয়ম ভাঙা হবে, প্রতিবারই ৫ রান যোগ হবে প্রতিপক্ষের স্কোরবোর্ডে।
ফিল্ডিং দলকে সময় অনুসরণ করিয়ে দেওয়ার ব্যবস্থাও রাখছে আইসিসি। তৃতীয় আম্পায়ার ইলেকট্রনিক স্ক্রিনে ৬০ সেকেন্ডের টাইমার চালু করবেন; যাতে সতর্ক হয় ফিল্ডিং দলের অধিনায়ক। তবে ব্যাটসম্যান, ডিআরএস বা অন্য কোনো কারণে পরবর্তী ওভার শুরু করতে দেরি হলে ফিল্ড আম্পায়ার চূড়ান্ত সময় নির্ধারণ করবেন।