সাদমানের ব্যাটে চড়ে রূপগঞ্জের টানা দ্বিতীয় জয়

সাদমানের ব্যাটে চড়ে রূপগঞ্জের টানা দ্বিতীয় জয়

লিজেন্ডস অফ রূপগঞ্জ ব্যাটারদের কাজটা সহজ করে রেখে গিয়েছিল দলটির বোলাররাই। আলাউদ্দিন বাবু ও আব্দুল হালিমের নিয়ন্ত্রিত বোলিংয়ে সিটি ক্লাবকে থামতে হয়েছে মাত্র ১৮৭ রানে। বোলারদের গড়ে দেওয়া সেই ম্যাচে উইকেটের একপ্রান্ত আগলে রেখে রূপগঞ্জকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তার অপরাজিত ৯১ রানের ইনিংসে ভর করে ৭৭ বল ও ৫ উইকেট হাতে রেখে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে রূপগঞ্জ।

ঢাকা প্রিমিয়ার লিগে এদিন সাভারের তিন নম্বর মাঠে টস জিতে সিটি ক্লাবকে ব্যাটিংয়ে পাঠায় লিজেন্ডস অফ রূপগঞ্জ। অধিনায়ক মমিনুল হকের আস্থার প্রতিদান দেন বোলাররা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলেছে রূপগঞ্জ। ওপেনার সাদিকুর রহমান উইকেটের একপ্রান্ত আগলে রেখে লম্বা সময় দলকে টানলেও সমর্থন পাননি বাকিদের থেকে।

শেষ পর্যন্ত তাকেও থামতে হয়েছে একটা সময়। তবে ফেরার আগে সেঞ্চুরি মিস করার আফসোস সঙ্গী করতে হয়েছে তাকে। ফিরতে হয়েছে ৯৬ রানে। সাদিকুর ফিরলে দলীয় ১৮৭ রানে শেষ হয় সিটি ক্লাবের ইনিংস। রূপগঞ্জের বোলারদের মধ্যে ৪টি করে উইকেটে নিয়েছেন আব্দুল হালিম ও আলাউদ্দিন বাবু। বাকি দুটি উইকেট তুলেছেন শুভাগত হোম।

জবাব দিতে নেমে শুরুতে হোঁচট খেলেও উইকেটের একপ্রান্ত আগলে রেখেছিলেন সাদমান। তার দিনে বাকিরা মাঝারি মানের ইনিংস খেলে সাজঘরে ফিরলেও জয় পেতে অসুবিধা হয়নি রূপগঞ্জের। ১০৯ বলে ৯১ রানের অনবদ্য একটা ইনিংস খেলে ৭৭ বল আগে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন জাতীয় দলের এই টেস্ট ওপেনার। দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন সাদমান। তার দিনে চলতি ডিপিএলে টানা দ্বিতীয় জয় তুলেছে রূপগঞ্জ।

সম্পর্কিত খবর