ইমরুল-আরিফুলের সেঞ্চুরিতে মোহামেডানের সহজ জয়

ইমরুল-আরিফুলের সেঞ্চুরিতে মোহামেডানের সহজ জয়

ফতুল্লায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে সহজ জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তুলে নিয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় জয়। যে ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন মোহামেডানের ইমরুল কায়েস ও আরিফুল ইসলাম।

এদিন মোহামেডানের ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল ভয়াবহ। ওপেনার রনি তালুকদার শূন্য রানে সাজঘরে ফেরার পর দলীয় ৫২ রানে তিন উইকেট হারায় মোহামেডান। সেখান থেকে ইমরুল কায়েসের সঙ্গে জুটি গড়ে দলকে ২২৮ রানে নিয়ে যান আরিফুল ইসলাম। দু’জনেই তুলে নেন সেঞ্চুরি।

আর তাতে নির্ধারিত ওভারে ৫ উইকেট খরচায় মোহামেডানের সংগ্রহ দাঁড়ায় ২৬৬। যেখানে ইমরুলের সংগ্রহ ১২৭ বলে ১০৬, অন্যদিকে ১০৬ বলে ১১৫ রানে অপরাজিত থাকেন আরিফুল।

জবাব দিতে নেমে ওপেনার মহফিজুল ইসলাম দলকে টানলেও সঙ্গ পাননি বাকিদের থেকে। যার খেসারত দিতে হয়েছে দলকে। নির্ধারিত ওভারে ৯ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৮২ রান তুলতে পেরেছে রূপগঞ্জ টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন মহফিজুল।

সম্পর্কিত খবর