২০ বছর পর পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ

২০ বছর পর পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ

পাকিস্তানে খেলতে গিয়ে হোটেল থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার পথে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয় শ্রীলঙ্কান ক্রিকেট দল। ২০০৯ সালের তেসরা মার্চের সেই ঘটনার পর টানা ছয় বছর দেশটিতে হয়নি অন্তর্জাতিক ক্রিকেট। এরপর ২০১৫ সালে জিম্বাবুয়ে সফর করলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এশিয়া কাপের পর যা এখন স্বাভাবিকই বলা চলে। কেননা, ২০ বছর পর এবার নিজেদের মাটিতে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চলেছে পাকিস্তান।

শুক্রবার পিসিবির নতুন চেয়ারম্যান মহসিন নাকভী ত্রিদেশীয় সিরিজ আয়োজনের জন্য কথা বলেছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিঃ লসন নাইডু এবং নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান, মিঃ রজার টোসের সঙ্গে। সভায় দুই বোর্ড প্রধানই পাকিস্তান বোর্ড প্রধানের সঙ্গে সিরিজ আয়োজনের পক্ষে মত দিয়েছেন।

অর্থাৎ সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফির ঠিক আগ মুহূর্তে ত্রিদেশীয় ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

এ বিষয়ে এক বিবৃতিতে নাকভী বলেন, ‘পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে ত্রিদেশীয় সিরিজ একটি উত্তেজনাপূর্ণ ইভেন্ট হবে। দীর্ঘদিন পর পাকিস্তান এমন একটি টুর্নামেন্ট আয়োজন করবে। আমি নিউজিল্যান্ড ক্রিকেট এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট প্রধানকে ধন্যবাদ জানাতে চাই, ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে সম্মত হওয়ার জন্য। পিসিবি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজনের জন্যও উন্মুখ। যা পাকিস্তানের মাটিতে শীর্ষ আট ওয়ানডে দলের একটি দুর্দান্ত টুর্নামেন্ট হতে চলেছে।’

উল্লেখ্য, ২০০৪ সালের অক্টোবরে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে সবশেষ নিজেদের মাটিতে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল পাকিস্তান।

সম্পর্কিত খবর