অনেক অপেক্ষার পর তাসকিনের ‘সেঞ্চুরি’

অনেক অপেক্ষার পর তাসকিনের ‘সেঞ্চুরি’

ম্যাচটা শুরু করেছিলেন সেঞ্চুরির দুয়ারে দাঁড়িয়ে থেকে। সেখান থেকে বেশি সময় নেননি তাসকিন আহমেদ। কুশল মেন্ডিস আর চারিথ আসালঙ্কাকে সাজঘরের পথ দেখিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১০০তম ওয়ানডে উইকেট। অনেক অপেক্ষার পর অভিষেকের দশম বছরে এসে এই মাইলফলক ছুঁলেন তিনি। অষ্টম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন তাসকিন। 

তাসকিনকে আজ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আক্রমণে এনেছেন তৃতীয় পেসার হিসেবে। আক্রমণে এসেই তাসকিন পেয়েছেন সাফল্য। তুলে নেন কুশল মেন্ডিসকে। তার অফ স্টাম্পের একটু বাইরের বলটা একটু দেরিতেই এগিয়ে ঠেকাতে গিয়েছিলেন কুশল। পারেননি। বলটা তার ব্যাট ছুঁয়ে গিয়ে জমা পড়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে।

প্রথম উইকেটটা প্রথম স্পেলের গল্প। শততম উইকেটের দুয়ারে তাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলেন তাসকিন আহমেদ। অবশেষে তা পেয়েই যান তিনি। তাও আবার কাকে ফিরিয়ে! ডেঞ্জারম্যান চারিথ আসালঙ্কাকে ফিরিয়ে, উইকেটে থিতু তো ছিলেনই, দাঁড়িয়ে ছিলেন সেঞ্চুরির দুয়ারে। তাকে ফিরিয়েই নিজের শততম ওয়ানডে উইকেটটা তুলে নিলেন তাসকিন।

তার অফ স্টাম্পের বাইরের বলটায় ব্যাট ছুঁইয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন আসালঙ্কা। জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। রিভিউতে দেখা যায় বল ব্যাট ছুঁয়ে গেছে, আল্ট্রা এজ দেখাল স্পাইক। সেঞ্চুরির স্বাদ পেয়ে যান তাসকিন।

সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ রফিক ও মেহেদি হাসান মিরাজের পর অষ্টম বাংলাদেশী বোলার হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেট নেন তিনি। ক্যারিয়ারের ৭২তম ম্যাচে এসে এই কীর্তি গড়েন তাসকিন।

সম্পর্কিত খবর