ম্যাচ হেরে যা বললেন অধিনায়ক শান্ত
ম্যাচটি ছিল সিরিজ জেতার। শুরুটাও ছিল ভালোর কাতারে। আগের ম্যাচে সেঞ্চুরি করে এ ম্যাচে হাসছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট। তাকে সঙ্গ দিয়ে রানে ফিরেছেন সৌম্য সরকার। তবে মাঝে এই দুই ব্যাটারের বিদায়ের পর ব্যর্থ ছিলেন মিডল অর্ডারের বাকি ব্যাটাররা। সেখানে কেবলই লড়েছেন তাওহীদ হৃদয়। তার হার না মানা ৯৬ রানের অপরাজিত ইনিংসে চড়েই ২৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ।
এদিকে লক্ষ্য তাড়া লঙ্কানদের শুরুতে বিপত্তিতে ফেলে স্বাগতিক দলের পেসাররা। তবে মাঝে পাতুম নিশাঙ্কা ও চারিত আসালাঙ্কার দুর্দান্ত ব্যাটিংয়ে চাপ কাটিয়ে শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় পায় লঙ্কানরা। এতে সিরিজ সমতায় আসে ১-১ এ।
এতে দল ভালো খেলেও জয় না পাওয়ায় কিছুটা হতাশ ছিলেন অধিনায়ক। ম্যাচ শেষে ব্যাটারদের প্রশংসা করলেও জানালেন ঠিক কোথায় ছিলেন পিছিয়ে। তাওহীদ হৃদয়ের ক্যারিয়ার সেরা ইনিংসকে প্রশংসায় ভাসিয়ে নিজের ইনিংসটা একটু পিছিয়েই রাখলেন শান্ত।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অফিশিয়াল সম্প্রচারে এসব নিয়ে শান্ত বলেন, ‘আমি মনে করি সে (হৃদয়) সত্যিই অনেক ভালো খেলেছে। আমরা এটাই চাই তার কাছে। সৌম্যও খুব ভালো ব্যাটিং করেছে। তবে এরকম উইকেটে আমি এবং সৌম্য যেভাবে শুরু করেছিলাম, আমাদের আরও কিছুটা সময় বেশি ব্যাটিং করা উচিত ছিল।’
তবে হতাশাকেই কেবল আঁকড়ে রেখেননি। পরের ম্যাচে আরও ভালো করার আশা রাখছেন বাংলাদেশের তিন ফরম্যাটের এই অধিনায়ক।