সৌম্য-শান্তকে নিয়ে আফসোস হৃদয়ের
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতার অপেক্ষাটা বেড়ে গেছে। দ্বিতীয় ওয়ানডেতে খুব কাছে গিয়েও ৩ উইকেটে হারতে হয়েছে। যার ফলে সিরিজের ফয়সালার জন্য দুই দলকেই তাকিয়ে থাকতে হচ্ছে আগামী সোমবারের ম্যাচের দিকে।
তবে ম্যাচ হারে সবচেয়ে বেশি আক্ষেপে পোড়ার কথা তাওহীদ হৃদয়ের। ক্যারিয়ারসেরা ইনিংসে দলকে তিনিই এনে দিয়েছিলেন লড়াইয়ের পুঁজি। তার অপরাজিত ৯৬ রানে ভর করে বাংলাদেশ পেয়েছিল ২৮৬ রান।
অবশ্য এই রান যথেষ্ট হয়নি শেষমেশ। তাওহীদ জানালেন, উইকেটটা থেকে আরও বেশি রান করা প্রয়োজন ছিল দলের। তার ভাষ্য, ‘আমার মনে হয় ২০-৩০ রান (ঘাটতি)...উইকেটটা যেমন ছিল ৩৩০/৩৪০ এর উইকেট।’
তার কারণটাও জানালেন তিনি। বললেন, ‘আমরা থিতু হয়ে যদি আরেকটু ক্যারি করতাম, যারা থিতু হয়েছিলাম। তাহলে হয়তোবা দৃশ্যটা ভিন্ন হতো।'
দ্বিতীয় ওয়ানডেতে সৌম্য সরকার ছিলেন দুর্দান্ত ছন্দে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান করেছেন তিনি। ইনিংসটা নিয়ে আক্ষেপ তাওহীদের। এখানেই শেষ নয়। গতকাল উইকেটে থিতু হয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। কিন্তু তিনিও তার ইনিংসটা বড় করতে পারেননি।
এই দুই ইনিংস বড় করতে পারলে দৃশ্যটা অন্যরকমও হতে পারত, অভিমত তাওহীদের।
তার কথা, ‘আমার কাছে যেটা মনে হয়েছে, আমি আর সৌম্য ভাই বা যারা আমরা সেট হয়েছি হয়তোবা আমরা যদি আরেকটু ক্যারি করতাম (ভালো হতো)। আমি সৌম্য ভাইকে বার বার বলেছিলাম, 'আজকে খেলতে হবে'। তো সৌম্য ভাইয়ের ইনিংসটা যদি আরেকটু বড় হতো বা শান্ত ভাইয়ের ইনিংসটা যদি আরেকটু বড় হতো, তাহলে হয়তোবা খেলার চিত্রটা ভিন্ন হতো।’