মুস্তাফিজের অপেক্ষায় চেন্নাই
চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএলে খেলতে চলেছেন মুস্তাফিজুর রহমান। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের এবারের আসরে একমাত্র বাংলাদেশী খেলোয়াড় তিনি। তবে তার নিয়মিত খেলা নিয়ে আছে সংশয়। তিনি যে ফর্ম হারিয়ে ধুঁকছেন রীতিমতো! এরপরও অবশ্য চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ বেশ আগ্রহ নিয়েই অপেক্ষা করছে তার জন্য।
শেষ কিছু দিনে মুস্তাফিজ ছন্দে নেই একটুও। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে তার ঝুলিতে ঢুকেছে মোটে ২ উইকেট, ওভারপ্রতি রানও দিয়েছেন প্রায় ১১ করে। যে কারণে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দলে জায়গা হয়নি তার।
এমন ফর্মে থাকার পরেও মুস্তাফিজকে নিয়ে আশা হারাচ্ছে না চেন্নাই। তাকে আইপিএলের শুরু থেকেই খেলানোর পরিকল্পনা করছে দলটি, খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।
গেল বছর আইপিএলের নিলাম থেকে মুস্তাফিজকে ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল চেন্নাই। সিএসকের ঘরের মাঠ চিপকের মন্থর উইকেটে মুস্তাফিজের কাটার ও স্লোয়ার কার্যকরী হতে পারে, কথা উঠেছিল তখনই। সেটা তো আছেই, মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের বাড়তি আগ্রহের কারণ লঙ্কান পেসার মাথিসা পাথিরানার চোট। সবশেষ বাংলাদেশ সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি, মাঠের বাইরেও চলে গেছেন ৪-৫ সপ্তাহের জন্য।
পাথিরানার জায়গাতেই মুস্তাফিজের কপাল খুলে যেতে পারে। টাইমস অফ ইন্ডিয়াকে এক জ্যেষ্ঠ চেন্নাই সুপার কিংস কর্তা যা বলছেন, তাতে ইঙ্গিত মিলছে তার খেলারই। সে কর্তার ভাষ্য, ‘ফিজ ২০ মার্চ ক্যাম্পে আসবে, বেঙ্গালুরুর বিপক্ষে আমাদের প্রথম ম্যাচের দুই দিন আগে। তার কাজ কী, তা সে জানে। আমরাও দেখবো সে কী করতে পারে!’