লিটন আউট, জাকের ইন
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা গচ্চা গেছে। তবে ওয়ানডে সিরিজটা জেতার সম্ভাবনা আছে এখনও। আগামী সোমবার সিরিজের শেষ ম্যাচে নিশ্চিত হবে সিরিজের ট্রফিটা উঠবে কার হাতে।
সেই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড় এক সিদ্ধান্তই নিয়েছে। লিটন দাসকে ছেঁটে ফেলেছে ওয়ানডে স্কোয়াড থেকে। ১৫ সদস্যের এই স্কোয়াডে তার জায়গায় ঢুকে পড়েছেন জাকের আলী অনিক।
শেষ কিছু দিন ধরেই ফর্মটা পক্ষে নেই লিটনের। প্রথম দুই ওয়ানডেতে রানের খাতা খুলতে পারেননি। তার আগে তিন টি-টোয়েন্টিতে সব মিলিয়ে করেছেন মোটে ৪৩ রান। তার ভেতর একটা ইনিংসে আউট হয়েছেন শূন্য রানে। শেষ পাঁচ ম্যাচে সব মিলিয়ে তিনি শূন্য রানে আউট হয়েছেন তিন বার।
তার জায়গায় দলে ঢুকেছেন জাকের আলী অনিক। যিনি বেশ কিছু দিন ধরেই আছেন দারুণ ফর্মে। গেল সপ্তাহেই দেশের মাটিতে টি-টোয়েন্টি অভিষেক তার, সে ম্যাচেই ৩৪ বলে ৬৮ রানের এক ইনিংস খেলে তিনি ঢুকে পড়েছিলেন রেকর্ডবুকে। টি-টোয়েন্টি সিরিজ খেলে ঢাকা প্রিমিয়ার লিগেও তিনি খেলেছেন বিস্ফোরক এক ইনিংস। আবাহনীর হয়ে গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমির বিরুদ্ধে ৭৬ রানের ইনিংস খেলেছেন ৪৮ বল খরচায়, ৩ চার আর ৫ ছক্কায় তিনি সাজান এই ইনিংস।
এবার জাকের প্রথমবারের মতো ডাক পেয়ে গেলেন ওয়ানডে ক্রিকেটে। টি-টোয়েন্টির সে খুনে মেজাজটাই নিশ্চয়ই এবার ৫০ ওভারের ক্রিকেটে টেনে আনতে চাইবেন তিনি!
তৃতীয় ওয়ানডেতে ১৫ সদস্যের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান, মুস্তাফিজুর রহমান, জাকের আলী অনিক।